Biodata

তানজিম সাইয়ারা তটিনী এর আসল পরিচয় কি ?

বর্তমান সময়ে বাংলাদেশী নাটকের সব থেকে জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে তানজিম সাইয়ারা তটিনী একজন।

তার সৌন্দর্য এবং অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের অভিনয় অঙ্গনে এবং দর্শকদের মনে বিরল জায়গা করে নিয়েছে ।
তোটিনীর পুরো নাম তানজিম সাইয়ারা তটিনী তার ডাকনাম তটিনি। তিনি ইসলাম ধর্মের অনুসারী।
তানজিম সাইয়ারা তটিনী জন্মগ্রহণ করেন বরিশালে ১৯৯৯ সালের । তার বর্তমান বয়স ২৪ বছর ।
তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি ওটার ওজন ৫২ কেজির মত। তার জাতীয়তা বাংলাদেশী এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। পেশায় তিনি একজন মডেল এবং অভিনেত্রী। বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন। এবং তার কোন বয়-ফ্রেন্ড নেই বলেও দাবি করেছেন ।

তানজিম

তানজিম সাইয়ারা তটিনী তার পড়ালেখার বেশিরভাগ সময় পার করে তার গ্রামের বাড়ি বরিশালে । সেখান থেকে কলেজ জীবন শেষ করার পর তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন ।

তটিনী ফেয়ার এন্ড লাভলী এর বিজ্ঞাপনে কাজ করার জন্য অডিশন দিলেও সেখানে কাজ করার সুযোগ পায়নি। কিন্তু পরবর্তীতে ২০১৯ সালে প্যারাসুট এর বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান। সেখান থেকে তিনি মিডিয়া সংশ্লিষ্ট দে নজরে আসে । এই বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়েই তটিনীর মিডিয়া জগতে পা রাখেন । এরপর হইছই এর একটি ওয়েব সিরিজ তাকদীর এ অভিনয়ের অফার পান । সেখানে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন ।

তানজিম সাইয়ারা তটিনী

তানজিম সাইয়ারা তটিনী প্রথম নাটকে কাজ শুরু করেন ২০২১ সালে জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল হাউস নং-৯৬ এ রাফা চরিত্রে অভিনয়ের মাধ্যমে ।
নাটকটিতে তিনি আফরান নিশোর ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন। এখান থেকেই তার জনপ্রিয়তা শুরু হয় এরপর তিনি লীলুয়া নাটককে অভিনয় করেন । এখানে তিনি কেয়া পায়েল ছোট বোনের চরিত্র করেন।
এরপর তিনি চড়কিতে পিপলু আর খানের এই মুহূর্তে শিরোনামের একটি অ্য্যানথলজি সিরিজে কল্পনা চরিত্রে অভিনয় করেন যা দর্শন মহলে বড় সাড়া ফেলে। তারপর তিনি ভিকি জাহেদ একটি থ্রিলার গল্পের বাঁচিবার হল তার সাধ নামের একটি নাটকে তাকে অভিনয় করতে দেখা যায়।

এখানে তিনি আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন । নাটকটির জনপ্রিয়তার পাশাপাশি থ্রিলার গল্পের একটি চ্যালেঞ্জিং গল্পে কাজ করে তিনি দর্শকদের প্রশংসা কুরিয়েছেন । এরপর তিনি মিজানুর রহমান আরিয়ানের পরিচালিত সুহাসিনী নামের একটি নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেন ‌।
দর্শক মহল তার এই সুহাসিনী চরিত্রটি কে অনেক বেশি ভালোবাসে। এবং তার ভক্তরা তাকে তার নিজের নামের বদলে সুহাসিনী নামে ডাকতে ভালবাসে ।
সামনে পিপলু আর খানের জয়া আর শারমিন নামের একটি চলচ্চিত্রে তাকে দেখা যাবে । এই চলচ্চিত্রের মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক ঘটবে । সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করবে জয়া আহসান

তানজিম সাইয়ারা তটিনীর শখ

 ছবি আঁকা, গান করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ভ্রমন করা মডেলিং করা।

তার অভিনিত জনপ্রিয় নাটক

কথা ছিল, যে প্রেম এসে ছিল, আমার বৃত্তে তুমি, যখন তখন, সুন্দরী, সুহাসিনী, নিউ মার্কেট, কমেডিয়ান, একটাই তুমি, নির্বাসিত, আমার থাকিস তুই, পরী , এসো হাত বাড়াও, সুইট কাপল, শেষ ঘুম, দত্তক, রাইট শেয়ারিং, মন পিঞ্জিরা, পথে হলো পরিচয়, পথে হল দেরি ইত্যাদি ইত্যাদি ।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button