Casio কোম্পানিটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন ।

আজকে একটা ভিন্ন একটি কোম্পানির নিয়ে কথা বলবো । এই কোম্পানিটি মানুষের মুখে মুখে অনেক শোনা যায় কিন্ত অনেকেই এর বিস্তারিত জানেন না । তাই আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানিয়ে দেবো ।
ক্যাসিও
ক্যাসিও একটি পাবলিক কম্পানি । প্রতিষ্ঠানটির মূলত 1946 সালে এপ্রিল মাসে ক্যাসিও সিসাকুজো নামে ট্রেডার ক্যাসিও কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে । কোম্পানিটির মালিক ফেব্রিকেশন টেকনোলজির একজন ইঞ্জিনিয়ার ছিলেন । তার কয়েকবছর কোম্পানিটি 1957 সালে ক্যাসিও তাদের নাম পরিবর্তন করে । বর্তমান সময়ে যে নামটি আছে সেটি রাখে । তাই এই কোম্পানিটির ইতিহাস সম্পর্কে জানতে আপনারা অবশ্যই নিজে দেখুন এবং অন্যান্য কোম্পানির সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।
ক্যাসিও কি কি পণ্য তৈরি করে তা নিচে দেওয়া হল ।
অনেকেই ক্যাসিও কথাটি মুখে আসলেই ক্যালকুলেটর অথবা ঘড়ির কথা চলে আসে । হ্যাঁ আসলে মূলত ক্যালকুলেটর, ঘড়ি এসব দিয়ে যাত্রা শুরু করে এই কোম্পানিটি ।
এরপর
- ডিজিটাল ক্যামেরা,
- ফিল্ম ক্যামেরা,
- ল্যাপটপ,
- নোটবুক,
- মোবাইল ফোন,
- ইলেকট্রনিক অভিধান,
- ইলেকট্রিক কিবোর্ড,
- পিডিএ (ই-ডাটা ব্যাংক),
- ইলেকট্রিক গেমস,
- ক্যাসিও ডিজিটাল ডায়েরি,
- কম্পিউটার প্রিন্টার ।
1970 থেকে 1980 সালে ক্যাসিও মানুষের কাছে ক্যালকুলেটর নিয়ে অনেক জনপ্রিয় নাম করে, ক্যাসিও নামটি শুনলেই এখন পর্যন্ত মানুষ ক্যালকুলেটর, ঘড়ি এসব মাথায় চলে আসে । বর্তমান সময়ে ক্যাসিও ঘড়ি জন্য বিখ্যাত হয়ে উঠেছে মানুষের কাছে । কোম্পানিটির ঘড়ি অনেক ভালো এবং প্রিমিয়াম ঘরের জন্য জনপ্রিয় । এরমধ্যে g-shock নামে ঘড়িটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বব্যাপী এটির অনেক পরিস্থিতি আছে । ক্যাসিও বাজারে (পেয়ার কম্পাস) নামে ঘড়ি ছেড়েছে , এই ঘড়িটি মূলত মুসলিমদের জন্য সময় দিকনির্দেশনা দেয় এবং সহযোগিতা করে থাকে ।
আরো কিছু
কোম্পানিটিতে 2018 সালের হিসেবে 12,298 কর্মী কাজ করে । কোম্পানিটির নিজের একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নামঃ world.casio.com
নোকিয়া কোম্পানির সংক্রান্ত জানতে এখানে ক্লিক করুন ।
আমরা ক্যাসিও ব্যান্ড নিয়ে ওপরে বিস্তারিত আলোচনা করেছি আশাকরি সম্পন্ন পোষ্টটি দেখেছেন । আমাদের সম্পূর্ণ পোস্টটি সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এধরনের আরো আনকমন কোন কোম্পানির সংক্রান্ত জানতে অথবা অন্য প্রোডাক্ট অফার সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করে থাকি আমাদের এই ওয়েবসাইটটিতে তাই আশা করব পরবর্তীতে আপনারা আবার কিছু করবেন । তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ।