Status

জাতীয় শোক দিবস নিয়ে উক্তি ও স্ট্যাটাস

বাংলাদেশের ইতিহাসে যে সমস্ত দিবস পালন করা হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জাতীয় শোক দিবস। এটি বাংলাদেশ পালিত অন্যতম একটি জাতীয় দিবস যা প্রতিবছর ১৫ই আগস্ট পালন করা হয়। প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রতিটি অঞ্চলে এই দিবসটি শোকের সাথে পালন করা হয়। ১৫ আগস্ট কিংবা জাতীয় শোক দিবসের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তৎকালীন ১৯৭১ সালে ১৫ আগস্ট এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের দিনটিকে শোকের সাথে স্মরণ করার জন্যই মূলত জাতীয় শোক দিবস পালন করা হয়। তাইতো প্রতিবছর অনেকেই জাতীয় শোক দিবস নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করেন তাদের জন্য আজকে আমরা জাতীয় শোক দিবস নিয়ে উক্তি ও স্ট্যাটাসগুলো তুলে ধরব। আজকের এই স্ট্যাটাস উক্তিগুলো আপনাদেরকে জাতীয় শোক দিবসের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য পারবেন।

বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে বেশ কয়েকটি স্মৃতি বিজড়িত দিবস ও গৌরবময় দিনের ইতিহাস সম্পর্কে জানা যায়। যে দিনগুলোতে বাঙালির বিভিন্ন ধরনের চেতনা ও আত্মসংগ্রাম লুকিয়ে আছে। প্রাচীনকাল থেকে মূলত বাঙালি একটি আত্ম সংগ্রামী জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। কেননা বাঙালি তার অধিকার আদায়ের জন্য প্রতিনিয়ত আত্মসংগ্রাম চালিয়ে ছিল। ইতিহাসে বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য সংগ্রাম করেছিল এবং মাতৃভাষা সম্মান রক্ষা করতে সক্ষম হয়েছিল। বাঙালির ইতিহাসে এই সমস্ত পালিত দিবস গুলোর মধ্যে অত্যন্ত একটি শোকের দিবস হচ্ছে জাতীয় শোক দিবস। প্রতি বছর ১৫ ই আগস্ট এই শোক দিবস পালন করা হয় এটি মূলত ১৯৭৫ সালের পর থেকে প্রতিবছর পালন হয়েছে। এই দিবসটির শোকের সাথে পালন করা হয় এবং সকলের মাঝে জাতীয় শোক দিবসের সকল ধরনের ইতিহাস সম্পর্কে তুলে ধরা হয়।

জাতীয় শোক দিবস নিয়ে উক্তি

বাঙালির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিবস আছে জাতীয় শোক দিবস এটি মূলত অন্যান্য জাতীয় দিবস গুলোর মধ্যে একটি দিবস। প্রতি বছর ১৫ ই আগস্ট বাংলাদেশের প্রতিটি অঞ্চলের শোকের সাথে জাতীয় শোক দিবস পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে এই দিনে সারাদেশে জাতীয় পতাকা অর্থ থাকে এবং কালো পতাকা উত্তোলন করা হয়। তাইতো অনেকেই শোক দিবসের ইতিহাস সম্পর্কে জানার জন্য বিভিন্ন ওয়েবসাইট অনুসন্ধান করেন। তাদের জন্য আজকে জাতীয় শোক দিবস নিয়ে উক্তিগুলো তুলে ধরা হয়েছে। আজকের এই উক্তিগুলোর মাধ্যমে আপনারা জাতীয় শোক দিবস সম্পর্কে জানতে পারবেন। নিচে জাতীয় শোক দিবস নিয়ে উক্তিগুলো তুলে ধরা হলো:

আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।

(ফিদেল কাস্ত্রো) 

 মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোন জঘন্য কাজ করতে পারে।

( উইলিবান্ট) 

 গণ আন্দোলন ছাড়া গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না।

( শেখ মুজিবুর রহমান) 

 দেশ থেকে সর্ব প্রকার অন্যায় অবিচার করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করবো।

( শেখ মুজিবুর রহমান) 

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ তাই তিনি ওমর।

(সাদ্দাম হোসেন) 

আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবাতে পারবে না।

 এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!

 মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে।

 আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালবাসি, সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব বেশী ভালবাসি।

জাতীয় শোক দিবস নিয়ে স্ট্যাটাস

আপনি কি জাতীয় শোক দিবস নিয়ে স্ট্যাটাস গুলো অনুসন্ধান করে যাচ্ছেন তাহলে আপনাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আপনাদের জন্য এই প্রতিবেদনে আমরা জাতীয় শোক দিবস নিয়ে স্ট্যাটাস সংগ্রহ করেছি যেগুলো আপনাদের জাতীয় দিবসের চেতনা এবং পটভূমি সকলের মাঝে তুলে ধরতে সাহায্য করবে। আপনি আজকে জাতীয় শোক দিবসের স্ট্যাটাস গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার মাধ্যমে বাঙালির স্মৃতি বিজড়িত শোকের এই দিবস সম্পর্কে সকলকে জানাতে পারবেন। নিচে জাতীয় শোক দিবস নিয়ে স্ট্যাটাস গুলো উপস্থাপন করা হলো:

যতদিন থাকবে আমাদের পদ্মা মেঘনা 

এছাড়া যমুনা বহমান 

ততদিনই থাকবে কৃতি আপনার

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আপনি জন্ম নিয়েছিলেন বলেই 

জন্ম হয়েছিল আমাদের এই দেশ

শেখ মুজিব আপনার অন্য আরেকটি নাম

আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশ ।

 

হে মোদের বীর হে আমাদের মহানায়ক

হাজার হাজার শতাব্দীর শ্রেষ্ঠতমদের শ্রেষ্ঠ বাঙালি ,

আপনি আমাদের মাঝে থেকে চলে যেতে পারেন না, আপনি যে জাতির পিতা বঙ্গবন্ধু 

আপনি ছিলেন আপনিই থাকবেন

আরো হাজার হাজার বছর

এই বাঙালির হৃদয়ের মনিকোঠায়

এই আমাদের সোনার বাংলার আকাশ এবং বাতাস

এই আমাদের সাগর মহাসাগর এবং নদী

সকলেই ডাকছে আপনারে জাতির পিতা বঙ্গবন্ধু

আবারো আপনি আমাদের মাঝে ফিরে আসতেন যদি।

আপনি মহান, আপনি সর্বশ্রেষ্ঠ বীর 

 আপনার মুক্তি দেখে শান্ত হয়

মন প্রত্যেকটা সাধারণ বাঙালির 

আপনি আবার আসিবেন ফিরে আপনি তো আছেন প্রতিটা সাধারন বাঙালির প্রাণ জুড়ে ।

সেই দিনের সেই যন্ত্রণাময় এক অন্ধকার দিন

ভুলে যায় নাই তো আমরা আপনায় 

আমরা সকলেই ঋণী থাকব আপনার কাছে চিরদিন

বঙ্গবন্ধু শেখ মুজিব আপনি সকলের ,পুরো বিশ্বের নেতা

 

জাতীয় শোক দিবস নিয়ে  ক্যাপশন

 

ঙ্গবন্ধুর হত্যাকান্ডে বাঙলাদেশই শুধু এতিম হয়নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে।

(জেমসলামন্ড) 

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতীষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।

(সাদ্দাম হোসেন) 

 বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল।

( ইউনেসকো) 

 যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।

(হাসান মতিউর রহমান) 

 শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে পাকিস্তানীরা সংকোচবোধ করেছে।

(বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫) 

 

জাতীয় শোক দিবস নিয়ে  বাণী ও কবিতা

 

শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।

( গৌরী প্রসন্ন মজুমদার) 

 আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য।

(ইয়াসির আরাফাত) 

গরীবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে।

( শেখ মুজিবুর রহমান) 

 বাঙালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে।

(শেখ মুজিবুর রহমান) 

 সমস্ত সরকারি কর্মচারীদের আমি অনুরোধ করে যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।

( শেখ মুজিবুর রহমান) 

 সাত কোটি বাঙ্গালীর ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না।

(শেখ মুজিবুর রহমান) 

 

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button