Status

কাশফুল নিয়ে উক্তি ও স্ট্যাটাস

বাংলার প্রকৃতিতে শরৎকালে কাশফুলের মেলা দেখা যায়। বাংলাদেশ মূলত ছয় ঋতুর দেশ এই ছয় ঋতুতে বাংলার প্রকৃতিতে নতুন নতুন রুপ রস সৌন্দর্যের আগমন ঘটে থাকে। প্রতিনিয়ত প্রতিটি ঋতুতে বাংলা প্রকৃতির একেক রূপ ধারণ করে থাকে। তাইতো শরৎকালে বাংলার প্রকৃতিতে কাশফুল দেখা যায় এই কাশফুল যেন মানুষের জীবনকে শূদ্র করতে সাহায্য করে থাকে। তাইতো আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য কাশফুল নিয়ে উক্তি ও স্ট্যাটাস সম্পর্কিত একটি পোস্ট। আজকের এই পোস্ট থেকে আপনারা শরৎকালের বাংলার প্রকৃতি দিয়েছে কাশফুলের মেলা বসে সে সম্পর্কে জানতে পারবেন এবং এই স্ট্যাটাস গুলো শরৎকালে কাশফুলের গুরুত্ব সম্পর্কে বুঝতে সাহায্য করবে। আপনাদের জন্য আজকের এই আর্টিকেলটিতে আমরা কাশফুল নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস গুলো তুলে ধরেছি। আশা করছি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে।

বাংলাদেশ ছয় ঋতুর দেশ। এদেশের প্রতি দুই মাস অন্তর একটি করে ঋতুর পালাবদল ঘটে থাকে। প্রতিটি ঋতুতে বাংলার রূপসী নতুন সৌন্দর্যে ভরে উঠে এবং নতুন নতুন সৌন্দর্য সব বাংলার প্রকৃতি নিজেকে সুন্দর করে তোলে। তাইতো গ্রীষ্মকালে বাংলার প্রকৃতিকে রুদ্রমূর্তি ধারণ করতে দেখা যায় তেমনি আমার ভরসা করলে স্নিগ্ধ শীতল বৃষ্টির ধারায় পরিশ্রান্ত হতে দেখা যায়। বর্ষার পর প্রকৃতিতে আগমন ঘটে শরৎ ঋতু। যা প্রকৃতিকে সাদা কাশফুলের শুদ্রতায় মাতিয়ে তোলে এবং প্রকৃতিকে সাদা পরী তৈরি করে তোলে। শরতকালের প্রকৃতি দেখার জন্য প্রতিনিয়ত প্রতিটি মানুষ কাশফুল বাগান পরিদর্শন করে থাকে। কাশফুলের অপরূপ সৌন্দর্য দ্বারা কাছ থেকে উপলব্ধি করার জন্য আপনজন কিংবা বন্ধুদের সাথে নদীর ধারে বাঁশ বাগানে ভ্রমণ করতে চলে যায়। প্রকৃতিতে স্নিগ্ধ ভাবে ফুটে ওঠা কাশফুল প্রতিটি মানুষের মনকে সাদা শুদ্রতায় ভরিয়ে তোলে। তাইতো কাশফুলের অপরূপ সৌন্দর্য নিয়ে অনেক কবি তাদের কবিতায় সুন্দর সুন্দর ছন্দ ও উপমা তুলে ধরেছেন।

কাশফুল নিয়ে উক্তি

বাংলার প্রকৃতির শরৎকালের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সাদা সাদা কাশফুল। শরতের নদীর ধারে এই কাশফুল প্রতিটি মানুষের অনেক পছন্দের হয়ে থাকে। তাইতো প্রতিটি মানুষ তাদের কর্মব্যস্ত জীবনে আপনজনদের সাথে কাশফুলের অপরূপ সৌন্দর্য কাছ থেকে পরিদর্শন করে থাকে। অনেকে কাশফুলের সৌন্দর্য সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য জ্ঞানীদের কাশফুল নিয়ে উক্তিগুলো অনুসন্ধান করেন। তাদের জন্য আজকে আমরা কাশফুল নিয়ে উক্তিগুলো তুলে ধরেছি। যেখানে আপনারা বিখ্যাত মনীষীদের কাশফুল নিয়ে সুন্দর সুন্দর উক্তিগুলো জানতে পারবেন। আজকের উক্তিগুলো আপনাদেরকে শরতের সাদা শুদ্র কাশফুলের অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করবে। নিচে কাশফুল নিয়ে উক্তিগুলো উপস্থাপন করা হলো:

> সাদা শুভ্রতার কাশফুল জানান দেয় আজ বুঝি ফিরে এল শরৎ।

> সাদা রঙের কাশ দিল আজ ছুটি কাশফুল সব আজ মহুয়ায় বন্ধি।

> প্রকৃতি তার আপন নিয়মে ছুটে কাশফুল তবে এল আজ ফিরে।

> কাশফুল যেমন ক্ষণস্থায়ী _তেমনি করে আমাদের জীবন বেশ ক্ষণস্থায়ী।

> কাশফুলের সাদার শুভ্রতায় মন চায় হারিয়ে যাই অজানায় ।

> শরতের দিনে চলো কাশফুল কুড়ায়, কাশফুল পেলে মনে হয় স্বর্ণ খুঁজে পাই।

> ক্ষেতের আলে নদীর কূলে পুকুরের ওই পাড় টাই_ হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধার টাই।

> শরৎ রানী যেন কাশ এর বোরখা খানি খুলে_ কাশবনের ওই আড়াল থেকে নাচসে দুলে দুলে।

কাশফুল নিয়ে স্ট্যাটাস

শরৎকালের কাশফুলের অপরূপ সৌন্দর্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস আকারে শেয়ার করে না এমন কম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ব্যক্তি রয়েছে। কেননা শরৎকালের সাদা কাশফুলের এই সৌন্দর্য প্রতিটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের স্ট্যাটাস হিসেবে শেয়ার করেন। তাই তো আজকে সকলের জন্য আমরা কাশফুল নিয়ে স্ট্যাটাস গুলো সংগ্রহ করেছি। আজকের এই স্ট্যাটাস গুলো আপনাদেরকে শরৎকালের অপরূপ সৌন্দর্য কাশফুলের সৌন্দর্য প্রকাশ করতে সাহায্য করবে।এই স্ট্যাটাস গুলো আপনার পছন্দ অনুযায়ী সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশফুল নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতে পারবেন। নিচে কাশফুল নিয়ে স্ট্যাটাস গুলো তুলে ধরা হলো:

> কাশফুলের শুভ্রতায় ভরিয়ে রেখো আমায়_ তাহলে আর কখনো ছেরে যাব না তোমায় ।

> কাশফুল হলো পৃথিবীর গহনা_ সে গহনা কে পরিধান করেই এই পৃথিবী এত সুন্দর।

> নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা তোমায় দেখতে নেই কোনো বাধা।

> কাশফুল কে ভালোবেসে একবার কাছে টেনে নাও। দেখবে তোমার সব দুঃখ-কষ্ট এক নিমেষেই পুড়ে ছাই ।

> কাশ ফুল মানে শরতের একটি সুন্দর কাল ।

> কাশফুল চাই। এনে দিতে পারবে তুমি? না এনে দিলে তোমার সাথে আমার আড়ি।

> কাশফুল প্রকৃতির দেওয়া এক অনন্য উপহার ।

ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই_দেখি আমার শরত রানী কাশবনে আর নেই।

কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন

> জীবন যৌবন পার হলেও কাশফুলের রুপ অপরিবর্তিত হয়ে থাকে।

> কাশফুল মানেই শরতকালের সৌন্দর্য বৃদ্ধি করা ।

> ওগো,! তোমার ছোঁয়া পেলে কাশফুল যেন নতুন রূপে সজ্জিত হয় ।

> কাশফুলেদের যত্নে স্নেহে বেড়ে তুলি। তোমায় ছুঁবে বলে তারা মহানন্দে বেড়ে ওঠে।

> কাশফুলের এই শুভ্রতা দিগ্বিদিকে ছড়িয়ে যাক, ফাটল ধরা দুঃখ যত, ঘুঁচে যাক, মুক্তি পাক।

> প্রিয় !কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।

কাশফুল কে ছুঁলে যেন স্বর্গীয় স্বাদ অনুভূত হয়। আর খুঁজে পাওয়া যায় আনন্দপুরীর ঠিকানা।

কাশফুল নিয়ে ছন্দ

> কাশফুলের মায়ায় ধরে রেখো আমায়_ আর কোনদিনও ছেড়ে যাবো না  তোমায় ।

> কাশফুল ! ও কাশফুল! কোথায় যাও তুমি?_ তোমাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে আমার এই জন্মভূমি ।

> কাশফুল কে ভালবেসে ভরাও আমার মন_ আমার মত ভাল বাসবে তোমায় আর কোন জন?

> কাশফুলের এই সুবাসে আমি বিমোহিত হই_ ওহে কাশফুল! এত গন্ধ তুমি পাও কই?

কাশফুল কে সাক্ষী রেখে বলতে চাই খুব_ আমি তোমার, তুমি আমার হয়েই পার করব এই যুগ।

কাশফুল নিয়ে প্রেমের কবিতা

ধূসর সাদা কাশফুলে
ছেয়ে গেছে বালুচর।
নীলাকাশে উড়ছে 
সাদা মেঘ স্তরে স্তর।

ধরাধামে নেমে এলো
এলোকেশী উর্বশী!
কপালেতে নীল টিপ
যেন পূর্ণিমা শশী।

নীল শাড়ি লাল পাড়ে
শ্যামলী তন্বী মনোহারী!
কাশবনের রাজকন্যা
যেন আসমানী পরী!

কাশফুল কে নিয়ে সুন্দর কবিতা

পড়ন্ত বিকেল;
কালো মেঘে ছেঁয়েছে আকাশ,
হয়তো হঠাৎ নেমে আসবে
এক পশলা বৃষ্টি।
হাঁটছি আমি;
রাস্তার দু’পাশে বাতাসে দোলায়মান কাশফুলগুলোর
ঠিক মাঝখানটি ধরে।
কোনো উদ্দেশ্য নেই,
নেই কোথাও পাড়ি জমানোর আকাঙ্খা।
তবু কেন হাঁটছি আমি..
হয়তো আজি বহুদিন পর এই মনটা
আবারো খুঁজছে তোমায়,
হয়তো শরতের স্নিগ্ধ শুভ্র কাশফুলগুলোর মাঝে
আবারো অবলোকন করছি তোমায়।
তোমার মনে আছে..
মনে থাকবেই না কেনো।

এইতো বছরখানেকের কথা-
ঠিক ছিল এমন-ই একটা দিন।
যেদিন একগুচ্ছ শুভ্র কাশফুল নিয়ে
হাঁটুগেড়ে বসে তোমায় বলেছিলাম-
এই সিধুটাকে তোমার মনের মন্দিরে
একটু স্থান দেবে..
জবাবে পেয়েছিলাম ঠোঁটের কোণে
লেগে থাকা মুচকি হাসি।
কিন্তু আজ তুমি নেই।
তুমি ঐ শুভ্র কাশফুলের রঙ্গে
নিজেকে সাজিয়ে চলে গেছো
এক না ফেরার দেশে।
আমি জানি তুমি কেন
বলোনি আমায়-
কেন বলোনি তুমি মরণব্যাধি ক্যান্সারে
আক্রান্ত;
এই সিধুটা কষ্ট পাবে এইতো।
কষ্টতো আমি আজও পাচ্ছি
তোমাকে হারানোর কষ্ট।
আজি তোমাকে দেখতে পাই
ঐ শুভ্র কাশফুলগুলোর মাঝে,
তাইতো আজও বলে উঠি-
তোমাকে খুব ভালবাসি কাশফুল
আমি সত্যি-ই তোমায় খুব ভালবাসি।

কাশফুল নিয়ে গান

এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক
মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ
কেউ,
যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও একদিন ঠিকই এনে দেব
হাসিমুখ।।
রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর।

কাশফুল নিয়ে ছোট ক্যাপশন

> কাশফুল প্রকৃতির দেয়া এক অনবদ্য উপহার। অনুগ্রহপূর্বক এই উপহার কে কখনো নষ্ট করবেন না।

> কাশফুল হলো গৃষ্ম কাল এর এক ফোঁটা বৃষ্টির মতো প্রাণবন্ত। যার স্পর্শে মন ফুরফুরে হয়ে ওঠে।

> অনেক কবি কাশফুলের প্রেমে হাবুডুবু খেয়ে বসে আছে শুধু তার সৌন্দর্যের বর্ণনা করার জন্য।

> কাশফুল তার অপরূপ সৌন্দর্য দিয়ে যে কারো মন করে নিতে পারে।

> সৃষ্টিকর্তা কাশফুল কে অনবদ্য সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। যা অন্য কাউকে দেয়নি।

কাশফুল নিয়ে ফানি ক্যাপশন

আশেপাশেই আছে চটপটি ফুচকার গাড়ি । শীতল বাতাসের মাঝে বসে বিস্তৃত কাশফুলের মাঠ কে সামনে রেখে খেয়ে নিতে পারেন টক ঝালে ভরপুর চটপটি ।

হে কাশফুল তোমার প্রেমে মুগ্ধ হওয়ার কারনে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। জানিনা আমি তাকে আর ফিরে পাবো কিনা।

জানিনা আমি কাশফুল বাগানকে ভুলতে পারবো কিনা । কেননা কাশবন ছিল আমার প্রেমের প্রথম নিদর্শন।

হারিয়ে যেতে চাই মোরা কাশবনে। ফিরে যেতে চায় না কখনও এখান থেকে। সারা জীবন থাকতে চাই সুন্দর এই প্রকৃতির মাঝে।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button