Status

শীতের সকাল নিয়ে স্ট্যাটাস, উক্তি ও কবিতা

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। ধারাবাহিকভাবে গরম এর পরবর্তী সময়ে চলে আসে শীত । আর আমরা অবস্থান করছি শীতের শুরুতে , তাই শীতকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন ধরনের উক্তি স্ট্যাটাস ও কবিতা অনুসন্ধান করে অনলাইনে আসছেন। অনেকেই রয়েছেন যারা শীতের সকাল কে কেন্দ্র করে স্ট্যাটাস প্রদান করেন শীতের সকালে নিজের ছবির সাথে কিংবা প্রকৃতির ছবির সাথে সুন্দর একটি স্ট্যাটাস প্রদানের লক্ষ্য নিয়ে অনলাইনে অনুসন্ধান করে থাকেন। এমন ব্যক্তিদের আমরা আমাদের আলোচনার মাধ্যমে সুন্দর কিছু স্ট্যাটাস প্রদান করব পাশাপাশি থাকতে বিশেষ ব্যক্তিদের উক্তি সেই সাথে ছোট ছোট কবিতার মাধ্যমে আপনাদেরকে শীতের সকালের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হবে আপনি চাইলে এই উক্তি এবং ছোট কবিতা গুলো অন্যকে এসএমএস হিসেবে পাঠাতে পারেন।

শীত আসার সাথে সাথে অনেকেই অনলাইনে শীতের সকাল কেন্দ্রিক এই তথ্যগুলো অনুসন্ধান করেন। তাইতো আমরা আমাদের আলোচনার মাধ্যমে এই বিষয়ে আপনাদেরকে জানানোর আগ্রহ প্রকাশ করছি। প্রতিদিন অনেকেই অনলাইনে আসেন এই ধরনের তথ্য অনুসন্ধান করে। এক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের এই সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করবো। শীতের সকালের এসএমএস হিসেবে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন উক্তি ও ছোট কবিতা গুলো। সেই সাথে ফেসবুক স্ট্যাটাস হিসেবে সরাসরি স্ট্যাটাস দিয়ে সহযোগিতা করব যার মাধ্যমে উপকৃত হবেন আপনি, খুব সহজেই এখান থেকে স্ট্যাটাস সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন ফেসবুকে। সুতরাং এই উক্তি স্ট্যাটাস ও কবিতা পাওয়ার জন্য আমাদের পুরো আলোচনা সাথে থাকুন আশা করছি আমাদের প্রধানকৃত তথ্য গুলো সংগ্রহের মাধ্যমে শীতের সকালকে অন্যের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন।

শীতের সকাল নিয়ে স্ট্যাটাস

শীতের সকালের পরিবেশকে কেন্দ্র করে অনেকেই স্ট্যাটাস প্রদান করে থাকেন ফেসবুকে প্রকৃতি যেন নতুন রূপ নিয়ে থাকেন শীতে। কনকনে শীতের সকালে সুন্দর পরিবেশে অনেকেই ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড করে সেখানে সুন্দর ক্যাপশন প্রদানের লক্ষ্য নিয়ে আমাদের ওয়েবসাইটে এসে থাকেন। এমন ব্যক্তিদের সহযোগিতার লক্ষ্যে আমরা আমাদের আজকের আলোচনায় শীতকে কেন্দ্র করে নিয়ে এসেছি শীতের সকালের কিছু ক্যাপশন যেগুলো অত্যন্ত সুন্দর। আমাদের প্রদান কৃত ক্যাপশনগুলো তৈরি করেছি দীর্ঘ সময় ধরে তাই আশা করছি আমাদের ওয়েবসাইটে প্রধানকৃত এই ক্যাপশন গুলো আপনাদের ভালো লাগবে। শীতের সকালে প্রকৃতি নতুন রূপ ধারণ করে ঘাসের পাতায় শিশির কুয়াশাচ্ছন্ন পরিবেশ কনকনেসির মাঠঘাট সহ সমস্ত কিছুকে কেন্দ্র করে শীতের উপস্থিতি উপলব্ধি হওয়ার সাথে সাথে আমরা আমাদের আলোচনার মাধ্যমে শীতকে কেন্দ্র করে স্ট্যাটাস নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমাদের এই স্ট্যাটাস গুলোর মাধ্যমে আপনি শীতের সকালকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। নিচে শীতের সকালের স্ট্যাটাস তুলে ধরা হচ্ছে।

তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি,

তুমি পাহাড়ের গায়ের ঝর্নার পানি,

তুমি বর্ষার এক পসলা ব্রিষ্টি,

তুমি সকালে উদিত সুর্যের আলো,

তুমি হলে বন্ধু আমার অনেক ভালো ‘শুভ কুয়াশা সকাল’

৩০+ শীতের সকালের এসএমএস

শীতের সকাল
মনে করে দেয়
অতিতের স্মৃতি
মাখা দিন গুলির কথা ।
শীতের বিকেল
অতীতের চাদর ঘাঁটে
কুয়াশাময় কিছু স্মৃতি,
আদুরে গন্ধ।
শীত নেমেছে প্রদোষকালে
ঠোঁট মানেনা সিগারেটে
ঠোঁট পেতে চায় সেই সময়ে
তোমার ঠোঁটের ছায়া নিতে।
শীতের হালকা আমেজ নিয়ে
আজকে এলো রাত
ঘুমের দেশে যাও হারিয়ে
স্বপ্ন বাড়াক হাত ।
হাঁসি নিয়ে আসলে শীত
বিশাল বিড়ম্বনা । হাঁসি শুরু হয় ঠিকই ,
কিন্তু শীতের কাঁপুনির সাথে
হাসি একবার মিক্স হয়ে গেলে
সে হাসি আর থামে না ।
তোমার গায়ে শীত নামে ভোরে
আলস্য কাটায় মিঠে রোদ.
হাওয়ার নামে উত্তুরে চিঠি
শহরময় শীতবর্ষা হোক।
শীতের কাল শুকিয়েছে পাতা,
তুমি রোদ হয়ে এনো উষ্ণতা …
শীত, গ্রীষ্ম, বর্ষা
এখন জালিয়াতিই ভরসা ।
শীতের সকালে,
স্মৃতির উষ্ণ পশমী কাপড় জড়ানোর আশায়।
জষ্ঠি মাসের ভরা রোদ্দুর
খাঁ খাঁ মাঠে চলি কতদূর
ঘামঝরা পথ নেইকো ছায়া
রোদ্দুর তুমি বড় নিষ্ঠুর
দামাল আষাঢ় পানী একরাশ
রোদ্দুর তুমি ভেঙে ছারখার
শা্রবণ মাসে সবুজের খেলা
শীতের আকাশে মিঠে রোদ্দুর ।
কুয়াশা ঢাকা শীতের সকাল
শিশির ভেজা ঘাস
মাটির সোদা গন্ধ
প্রাণ ভরে নাও শ্বাস।

 

৫০+ শীতের সকালের রোমান্টিক উক্তি

শীত মানেই ক্ষয়ে যাওয়া নয়
বসন্তের পরিমার্জিত সংস্করণ

সবাইকে জানাই কনকনে শীতে শুভ্র ধুমায়িত
কুহেলিকায় সিক্ত এক ভোরের শুভেচ্ছা… শুভ সকাল

কুয়াশা ঢাকা শীতের সকাল
শিশির ভেজা ঘাস
মাটির সাদা গন্ধ
প্রাণ ভরে নাও শ্বাস।

শীতের সকাল নিয়ে উক্তি

শীতের সকাল কে কেন্দ্র করে জ্ঞানী ব্যক্তিগণ বিভিন্ন ধরনের উক্তি প্রদান করেছেন যেগুলো মূলত শীতকাল কেন্দ্রিক। শীতকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের মতামত প্রদান করেন শীতের সকালকে কেন্দ্র করে স্ট্যাটাস উপরোক্ত তথ্যের মাধ্যমে জানতে পেরেছেন এখানে কিছু জ্ঞানী ব্যক্তিদের উক্তি গুলো সম্পর্কে জেনে নিন এগুলো জানার মাধ্যমে বিষয়ে জ্ঞানী ব্যক্তিদের কি ধারণা ছিল তা জানতে পারবেন। সুতরাং নিচে তুলে ধরা হচ্ছে শীতের সকাল নিয়ে উক্তি।

শীতের সকাল কুয়াশা ঢাকা
তোমার আমার হবে দেখা,
আসতে হবে আমার বাড়ি
খেতে হবে পিঠা ফুলি !!””

শীতের কাল শুকিয়েছে পাতা,
তুমি রোদ হয়ে এনো উষ্ণতা

বীজ বপনের সময়ে শিখুন,
ফসল কাটার সময়ে শিখান,
আর শীতে উপভোগ করুন।

শীতের শীতল ছোয়ায়, সোনালি রোদের মিষ্টি আলোয়,
মন বলে সবাই আছ তো ভাল?
ভাল থাকার ইচ্ছা জানাই তোমাদের,
শীতের সকালের শুভেচছা…শুভ সকাল।

শীতের সকাল নিয়ে কবিতা

কবিতা প্রেমী ব্যক্তিগণ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কবিতা পড়তে ভালোবাসেন। বর্তমান সময়ে কবিতার প্রতি আগ্রহ রয়েছে অনেকের শীতকে কেন্দ্র করে সুন্দর সুন্দর কবিতা রয়েছে এর মধ্যে রয়েছে মজার কবিতা রোমান্টিক কবিতা ভালোবাসার কবিতা পাশাপাশি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শীতের সকালকে উপলব্ধি করার মত সুন্দর সুন্দর কবিতা গুলো থাকছে আমাদের আলোচনায়। নিচে কবিতাগুলো সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে আপনি চাইলে এই কবিতা গুলো এসএমএসও স্ট্যাটাস হিসেবেও ব্যবহার করতে পারবে।

“এক কাপ চা”

– সঙ্গীতা ঘোষ

শীতের হিমেল হাওয়ায় আমি তোমাকে চাই।
ঠোঁটে লেগে থাকা উষ্ণ পরশ হয়ে,
খবরের কাগজ হাতে নিয়ে,
কিংবা ঐ বেঞ্চে ঠেলাঠেলি করে বসে অনুভবী মন শুধু তোমাকে চায়।

সকাল বিকালের রোজ নামচার আলোচনায়,
রবিবারের আড্ডায়,
অথবা চিন্তার ঘনঘন শ্বাসে মন শুধু তোমাকে চায়।

অফিসের ব্যাস্থতায় ক্লান্ত শরীর, মানসিক যন্ত্রনায়, খরা তাপ, প্রচন্ড শীত অথবা প্রবল বর্ষনে পিয়াসী মন শুধু তোমাকে চায়।

আমার অন্তরঙ্গের সাথী হয়ে,
দুধে লিকার পরিপূর্ণ এক কাপ চা হয়ে,
আমার সতেজতা আর ভালোবাসা হয়ে,
থেকো তুমি।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button