নিলয় আলমগীর বয়স,উচ্চত, বিবাহিত জীবন,মাসিক ইনকাম,শিক্ষাজীবন,পুরস্কার মনোনয়ন
নিলয় আলমগীর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনয় শিল্পী এবং মডেল । তাকে সবাই নিলয় আলমগীর নামে জানলেও তার আসল নাম হচ্ছে আলমগীর হোসেন নিলয় এবং তার ডাকনাম হচ্ছে নিলয় আলমগীর । বিশগত জীবনের তিনি একজন ফিল্ম একটর, টিভি অভিনেতা, ও মডেল মডেল এছাড়া তাকে টেলিভিশন পার্সোনালিটি হিসেবে দেখা গেছে অনেকবার ।
নিলয় আলমগীর ১৯৮৪ সালে ২০ আগস্ট সাভার, ঢাকা, বাংলাদেশের জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৩৯ বছর। নিলয় আলমগীর উচ্চতা হচ্ছে ৫ ফুট ৮ ইঞ্চি এবং তার ওজন ৭২ কেজি। নিলা আলমগীরের জাতীয়তা বাংলাদেশী এবং তিনি ইসলাম ধর্মে অনুসারী । তার শখ ভ্রমণ করা এবং শপিং করা ।
আলমগীর শিক্ষাগত যোগ্যতা
নিলয় আলমগীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে এম এস এস পলিটিকাল সাইন্স গভারমেন্ট বাংলা কলেজ থেকে পড়ালেখা শেষ করেন ।
২০০৯ সালে এনটিভি কর্তৃক আয়োজিত ফেয়ার এন্ড লাভলী সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়ে চলচ্চিত্র ও টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। বেইলি রোড চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে নিলয় আলমগীর চলচ্চিত্র জগতে পা রাখেন । তবে তিনি ছোট পর্দায় অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেন ।
তার অভিনীত অন্যতম নাটক
দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই, সংসার আমার ভালো লাগেনা, হবু ঘরজামাই, বড় মিয়া ছোট মিয়া, লাভ ইউ ম্যাডাম, লোকাল জামাই, উচিত কথা, স্বামী বক্তব্য, আজব প্যারা, ফিদা, গেস্ট ইন সিঙ্গাপুর, আমরা গরিব, মামার বাড়ি, ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি, রঙ্গিলা, মন মাজার , শ্বশুরবাড়িতে ঈদ ইত্যাদি ইত্যাদি ।
নিলয় আলমগীর ব্যক্তিগত জীবন
২০১৬ সালে মডেল এবং অভিনেত্রী আনিকা কোবিদ শখকে বিয়ে করেছিলেন কিন্তু ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় । এরপর নিলায় আলমগীর আবারো ২০২১ সালে তাসনিয়া তাবাসসুম হৃদি কে বিয়ে করেন ।
নিলয়ের ইনকাম
নিলয় প্রতিটি নাটকের জন্য ৪০ থেকে ৬০ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
১৩ তারিখ কি ইউটিউব চ্যানেল আছে যার নাম নীলয় আলমগীর যার বর্তমান সাবস্ক্রাইবার ১.১৭ মিলিয়ন। এছাড়া তার একটি ফেসবুক পেজে আছে যার বর্তমান ফলোয়ার ৬.২ মিলিয়ন। নিলয় আলমগীরের বর্তমান সম্পত্তির পরিমাণ হচ্ছে ২০ কোটি টাকার বেশি। এবং তিন দিন থেকে চারটি গাড়ি ব্যবহার করেন