স্কিটো সিমের অনেকেই খোঁজে কিন্তু কোথা থেকে পাওয়া যায় তার খুঁজে পান না অনেক গ্রাহক । আজকে আমরা কথা বলবো স্কিটো সিমের অফিশিয়াল দাম নিয়ে । এ সঙ্গে নতুন সিম নিলে কি কি ফ্রি থাকছে সেসকল বিষয়ক কথা বলবো । সুতরাং যারা স্কিটো সিম কিনতে চাচ্ছেন কিন্তু জানেননা কত টাকা তারা অবশ্যই আমার এই পুরো পোস্টটি দেখতে থাকুন ।
স্কিটো কি?
স্কিটো সিম মূলত ইন্টারনেট ব্যবহারের জন্য তৈরি করা । সুতরাং যারা ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন অনেক সাশ্রয়ী ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই স্কিটো সিম ট্রাই করতে পারেন । এইসিমে ইন্টারনেট অফার অনেক সাশ্রয়ী হয়ে থাকে ।
স্কিটো সিমের ইন্টারনেট অফার পেতে এখানে ক্লিক করুন ।
স্কিটো সিমের নেটওয়ার্ক
স্কিটো সিম করছে গ্রামীনফোন কোম্পানির । গ্রামীণফোন কোম্পানিটি অনেক বড় একটি কোম্পানি এবং তাদের নেটওয়ার্ক অনেক উন্নত । গ্রামীণফোন নেটওয়ার্ক যেখানে পাওয়া যায় সেখানে স্কিটো সিমের নেটওয়ার্ক থাকে । সুতরাং স্কিটো সিমের নেটওয়ার্কে কোন টেনশন নেই ।
Skitto sim price 2023
স্কিটো সিমের দাম নিচে দেওয়া হল এবং অফার সংক্রান্ত সকল কিছু ।
আপডেট স্কিটো সিমের দাম পূর্বে অফিশিয়াল 110 টাকা এখন স্কিটো নতুন সিমের দাম 220 টাকা । নন অফিসিয়াল ছাড়াই স্কিটো সিম কেনেন তাদের দাম পার্থক্য হতে পারে ।
স্কিটো সিমের মিনিট অফার পেতে এখানে ক্লিক করুন ।
নতুন স্কিটো সিম কিনলে যা যা পাবেন
অ্যাপ সাইন আপ করলে এবং প্রোফাইল সংরক্ষণ করার পর 3 জিবি ইন্টারনেট একদম ফ্রি পাবেন মেয়াদ 7 দিন ।
যেকোনো লোকাল নাম্বারে 100 টি এসএমএস ফ্রি মেয়াদ 30 দিন ।
10 টাকার মোবাইল ব্যালেন্স ।
আরো সঙ্গে থাকবে 50 এমবি বোনাস মেয়াদ 30 দিন ।
আরো স্কিটো সিম সংক্রান্ত জানতে এখানে ক্লিক করুন ।
এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।