Telecom

স্কিটো সিম কি ? স্কিটো সিমের সুবিধা কি? | স্কিটো সিম – skitto sim সম্পর্কিত সকল ধরনের তথ্য এবং এর সুবিধা ও অসুবিধা

প্রিয় গ্রাহক আজকে কথা বলব স্কিটো সিমের সকল জানা-অজানা তথ্য নিয়ে। আপনারা জানেন যে স্কিটো সিম মূলত ইন্টারনেট ব্যবহারের জন্য খুবই জনপ্রিয় । কিন্তু স্কিটো সিম কি? স্কিটো সিম এর কাজ ?স্কিটো সিম কিভাবে  কোথায় পাব? অনেকেই এ বিষয়ে জানেন না । অনেক গ্রাহকরা আছেন যারা গুগলের সার্চ করে এই বিষয়গুলো জানতে চান । তাই আজকে আপনাদের সুবিধার্থে আমি সকল বিষয়ে কথা বলব । তাই আপনারা ধৈর্য ধরে আমার এই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন ।

স্কিটো ইন্টারনেট অফার

স্কিটো সিম গ্রামীণ ফোনের হলেও গ্রামীণফোন কাস্টমার কেয়ারে কোনো সহযোগিতা পাবেন না । কারণ স্কিটো সিমের সকল বিষয়ে কথা বলতে চাইলে স্কিটো কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে । স্কিটো জন্য আলাদা কাস্টমার কেয়ার রয়েছে ।

সংক্ষিপ্তে জেনে নিই আজকের স্কিটো সিম রিলেটেড আর্টিকেলে আমরা কি কি বিষয়গুলো সম্পর্কে জানবো-

  • স্কিটো কি?
  • স্কিটো সিম কিভাবে পাওয়া যায়
  • স্কিটো সিমের দাম কত Skitto sim price in Bangladesh
  • স্কিটো সিম অফার
  • স্কিটো সিমের অফার চেক
  • স্কিটো সিম ব্যালেন্স চেক
  • স্কিটো সিমের সকল কোড
  • স্কিটো সিমের কলরেট
  • স্কিটো সিমের নাম্বার কেমন
  • স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম
  • স্কিটো সিমের সুবিধা
  • স্কিটো সিমের অসুবিধা বা স্কিটো সমস্যা

স্কিটো অ্যাপ

টো সিমের জন্য স্কিটো অ্যাপ রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায় । আপনি চাইলে খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন । ওখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন । ব্যালেন্স চেক করতে পারবেন খুব সহজেই সকল কিছু করা যায় ।

স্কিটো সিমের সুবিধা

প্রথমে একটি কথা না বললেই নয় গ্রামীণফোন এর স্কিটো সিমের বড় সুবিধা হচ্ছে কম দামে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। স্কিটো সিমে হাই স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যায় ।

অন্যান্য অপারেটরের অভিযোগে কারণে বিটিআরসির নির্দেশনা স্কিটো সিমের কিছু পরিবর্তন করা হয়েছে । আগের থেকে বর্তমান কিছু প্যাকেজ পরিবর্তন করায় অল্পকিছু দাম বেড়েছে কিন্তু ততটা খারাপ নয় ।

বর্তমান যে প্যাকেজ গুলো আছে এবং আসবে সেগুলো অনেক সাশ্রয়ী প্যাকেজ ।

স্কিটো সিমের অসুবিধা

প্রথমেই স্কিটো সিমের অসুবিধা হচ্ছে সিমটি সহজেই কিনতে পাওয়া যায় না । শুধুমাত্র গ্রামীণফোন সেন্টার গেলেই স্কিটো সিম পাওয়া যায় । কিছু কিছু গ্রাহক আছেন তাদের অভিযোগ হচ্ছে নির্ধারিত সেন্টারে গিয়ে তারা এই সিম পায় না । এই সিমের ইন্টারনেট ব্রাউজিং কিছু সমস্যা এখনও রয়েছে । টাকা রিচার্জ করা নিয়ে কিছু সমস্যা থাকে । এই সিমের রিচার্জ সকল দোকানে থাকে না । এবং এই সিম সম্পর্কে সকল বিষয় তথ্য সকলেই জানেন না ।

গ্রামীণফোন ফ্লেক্সি লোড দোকান গুলি থেকে বিশেষভাবে ফ্লেক্সিলোড করা হয় । এছাড়াও বিকাশ রকেট নগদ থেকে টাকা রিচার্জ করা হয় ।

স্কিটো সিমের নেটওয়ার্ক কোথা থেকে পাওয়া যাবে ?

স্কিটো সিমের জন্য আলাদা কোন টাওয়ার নেই । নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা নেই কারণ গ্রামীণফোন টাওয়ার থেকেই আসে এই নেটওয়ার্ক । আর গ্রামীণফোন নেটওয়ার্ক অনেক উন্নত সব জায়গায় এই নেটওয়ার্ক পাওয়া যায় সুতরাং বলা যায় যে নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না ।

স্কিটো সিম কল রেট অফার – Skitto SIM Call Rate Offer

কল খরচ/মিনিট
স্কিটো টু স্কিটো ০.৮০
স্কিটো টু গ্রামীনফোন ০.৮০
স্কিটো টু যেকোনো লোকাল নাম্বার ০.৮০

স্কিটো সিম ইন্টারনেট অফার – Skitto SIM Internet Offer

  • লুডুর গুটিঃ ২টাকায় ৫০এমবি, ৩দিন মেয়াদ
  • কাটা কাটঃ ২৪টাকায় ১জিবি, ৩দিন মেয়াদ
  • লুকোচুরিঃ ৫০টাকায় ৩জিবি, ৩দিন মেয়াদ
  • বরফ পানিঃ ৩১টাকায় ১জিবি, ৭দিন মেয়াদ
  • বিস্কুট দৌড়ঃ ৩৭টাকায় ১.৫জিবি, মেয়াদ ৭দিন
  • সাইকেল রেইসঃ ৫০টাকায় ১জিবি, ৩০দিন মেয়াদ
  • গলির ক্রিকেটঃ ১৫০টাকায় ৫জিবি ৩০দিন মেয়াদ
  • আকাশে ঘুরিঃ ১৯৯টাকায় ৮জিবিক্স মেয়াদ ৩০দিন
  • টেস্ট ম্যাচঃ ৩৯৯টাকায় ২৫জিবি, মেয়াদ ৩০দিন

স্কিটো সিম এমবি অফার

  • ৩টাকায় ৬০এমবি, মেয়াদ ৩দিন
  • ৪৪টাকায় ৫০০এমবি, মেয়াদ ৭দিন
  • ১০৪টাকায় ৩জিবি, মেয়াদ ৭দিন
  • ৮৯টাকায় ১.৫জিবি, মেয়াদ ৭দিন
  • ২২৯টাকায় ২জিবি, মেয়াদ ৩০দিন
  • ৪৯৮টাকায় ৭জিবি, মেয়াদ ৩০দিন

আরো অন্যান্য বিষয় জানতে আমাদের এই ওয়েবসাইটটিতে ফলো করতে পারেন । এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন ।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button