Games

ফ্রি ফায়ার প্রো সেটিংস ও টিপস এন্ড ট্রিকস

ফ্রি ফায়ার একটি এ্যাকশন সুটার অনলাইন গেম।আজ আমরা শেয়ার করব কি ভাবে আপনি সেটিংস বানালে একজন ভালো প্রো প্লেয়ার হতে পারবেন। যেকোনো শুটার গেমের মতোই, হেডশট আপনার অপনেন্টকে ঘায়েল করার জন্য সবচেয়ে দ্রুত ও কার্যকরী উপায়। সকল মোবাইল শুটারদের কাছেই “এইম অ্যাসিস্ট” (Aim Assist) নামে একটি স্পেশাল ফিচার আছে, যা সহজ অর্থে আপনার প্রতিপক্ষ বরাবর নিশানা গিয়ে তাড়াতাড়ি টার্গেট লক করে, যা আপনাকে আরো নিখুঁতভাবে আপনার শট নিতে সাহায্য করে যার কারনে এনিমি তারাতাড়ি ডাউন হয়।এইম অ্যাসিস্ট” (Aim Assist) সাধারণত প্রতিপক্ষের বডির উপর লক হওয়ার কারণে ফায়ার বাটন চাপতে থাকলেও বেশি হেডশট পাওয়া যায় না, যার কারণে আপনার ফায়ারফাইট হারার সম্ভাবনা বেশি থাকে ।

এতক্ষণে আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি “এইম অ্যাসিস্ট” (Aim Assist) সবসময় বডি বরাবর লক্ষ্য করে লক করে ফেলে, তাহলে কি আমার হেডশট পাওয়ার জন্য এই ফিচার বন্ধ করতে হবে?এই প্রশ্নটি মনে হওয়া স্বাভাবিক। আপনার কাছে এই ক্ষেত্রে দুইটি অপশন থাকবে সেটা হলো হ্যা এবং না। কিন্তু আমরা যদি আরো গভীরে গিয়ে চিন্তা করি, তাহলে আপনার প্রয়োজন হবে সঠিক সিদ্ধান্ত নেয়ার, যে কী ধরনের লোডআউট নিয়ে আপনি দক্ষ হওয়ার প্ল্যান করছেন। কেন ধরনের সেটিংস আপনি বেছে নিবেন, তা আপনার প্রাইমারী উইপেনের উপর নির্ভর করবে। এখন আমরা আনাকে বলবো কিভাবে আপনি প্রো সেটিংস বানাবেন।

ফ্রি ফায়ার প্রো  sensitivity সেটিংস

ফ্রি ফায়ার প্রো  sensitivity সেটিংস
Free Fire Pro sensitivity settings

সেনসিভিটি অনেক বড় ভূমিকা পালন করে গেমের ভিতর। যদি আপনার সেনসিভিটি অনেক ভালো হয় তাহলে অাপনার গেমপ্লে অনেক ভালো হবে। সমস্ত FPP বা TPP গেমগুলিতে সেনসিভিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যখন আপনি এটি একটি স্মার্টফোনে খেলছেন। ফ্রি ফায়ারের মতো একটি গেম খেলার সময়, আপনাকে আপনার নড়াচড়া, লুণ্ঠন অর্জন, শত্রুদের উপর নজর রাখা, প্রতিপক্ষকে হারাতে এবং আরও অনেক কিছুর মতো বেশ কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে। আপনার ফোনের ডিফল্ট সেনসিভিটি সেটিংস ব্যবহার করার পরিবর্তে, আপনি আপনার গেমপ্লে অভিজ্ঞতা বাড়ানোর জন্য কাস্টম সেনসিভিটি সেটিংস ব্যবহার করার চেষ্টা করতে পারেন।যাইহোক, মনে রাখবেন যে হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে এগুলি সমস্ত স্মার্টফোনের জন্য উপযুক্ত নয়।

যদি এটি আপনার জন্য কাজ না করে, আপনি আপনার ডিফল্ট সেটিংসে পুনরায় সেট করতে পারেন। প্রথমে আপনার স্মার্টফোনে ফ্রি ফায়ার গেম চালু করুন। একবার আপনি হোমপেজে থাকলে ডিসপ্লের উপরের ডানদিকে কোণায় অবস্থিত সেটিংস আইকনে ট্যাপ করুন।আপনি বাম কলামে সেনসিভিটি ট্যাব দেখতে পাবেন। বিভিন্ন সংবেদনশীলতা সেটিংস সামঞ্জস্য করতে আপনার আঙুলটি স্লাইড করুন, অথবা আপনার স্মার্টফোনের ডিফল্ট সেটিংসে ফিরে যেতে রিসেট টিপুন।এর পর ফটোতে দেখানে ছবির মত করে সেটিংস তৈরি করবেন।

 ফ্রি ফায়ার প্রো  graphics সেটিংস

ফ্রি ফায়ার প্রো  graphics সেটিংস
Free Fire Pro graphics settings

গ্রাফিক্স সেটিংস এর ক্ষেত্রে নিজস্ব সেটিংস ব্যাবহার করার চেষ্টা করুন।এ ক্ষেত্রে অবস্যই Fps সেটিংস হাই এবং অন্যন্য সেটিংস লো করা থাকবে। আপনার মোবাইল ফোন যদি ১ জিবি বা ২ জিবি ram এর হয়ে থাকে তাহলে গ্রাফিক্স লো বা smooth এ রাখলে ভালো হবে।আর যদি আপনার ফোন ৩ জিবি কিংবা ৪ জিবি ram এর হয় তাহলে Standard গ্রাফিক্স ব্যাবহার করবেন।এ ক্ষেত্রে আমনাকে Fps এর কথা মাথায় রাখতে হবে। ( এখানে পিকচার টা দিবা)

ফ্রী ফায়ার প্রো Auto Pickup সেটিং

ফ্রী ফায়ার প্রো Auto Pickup সেটিং
Free Fire Pro Auto Pickup setting

অটো পিক আপ হলো, যখন আপনি কোন এনিমি কে মেরে ফেলবেন তখন আপনাকে আর লুট গুলোতে চাপদিয়েতুলতে হবে না।এটি নিজে থেকেই যেগুলো প্রয়োজন সেগুলো নিজে থেই লুট হয়ে যাবে।এক্ষেত্রে আপনাকে একরি সেটিংস করে নিতে হবে যাতে করে আপনি এই ভালো সুবিধাটি নিতে পারেন।সুবিধাটি হলো, আপনকে প্রথমে সেটিংস এ যেতে হবে এর পর আপনাকে অটোপিকআাপ অপশনে যেতে হবে এবং সব কিচু অন করে দিতে হবে।হয়ে গেল আপনার সেটিংস। এখানে পিকচার হবে।

ফ্রী ফায়ার প্রো sound সেটিংস

ফ্রী ফায়ার প্রো sound সেটিংস
Free Fire Pro sound settings

সাউন্ড হচ্ছে এই গেমের অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস । কারন আপনি যদি সাউন্ড এ না পান তহলে এনিমি কে মারবেন কিভাবে বা কি ভাবে বুঝবেন আপনার পাশে এনিমি আছে কি না।তাই সাউন্ড হচ্ছে এই গেমে একটি গুরুত্বপূর্ণ সেটিংস। এক্ষেত্রে প্রথমে সাউন্ড সেটিংস এ যেতে হবে। তারপর মিউজিক ০ করে দিতে হবে।করন গেমপ্লের ভিতর আপনার মিউজিক কোন কাজে আসবে না। sound effect সব সময় ১০০ তে রাখবেন। এতে আপনি গেমের ভিতর অতি অল্প শব্দ ও শুনতে পারবেন।যা আপনার গেম প্লে কে আর ভালো হতে সাহায্য করবে।

পোস্ট টি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর এরকম পোস্ট আমরা সব সময় করে থাকি।তাই আমাদের সাথেই থাকুন।পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আাশাকরি পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button