Uncategorized

প্রত্যাশা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন

প্রত্যাশা নিয়ে উক্তি ও বাণী

যখন তুমি প্রত্যাশা করার পরিবর্তে মেনে নিতে শিখবে তখনই কেবল তোমার দু:খ কষ্ট কম হবে।
— কুরিয়ানো

কোনো রকম প্রত্যাশা ছাড়াই কাজ করতে শিখুন।
— লাও যু

প্রত্যাশা আমাদের মনের শান্তিকে নষ্ট করে ফেলে। তারা হলো ভবিষ্যতের জন্য অগ্রীম দুশ্চিন্তা।
— এলিজাবেথ জর্জ

কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল কি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি বলেছিলাম আমার প্রত্যাশা।
— সংগৃহীত

 সততা হলো এক মহৎ নিয়ামত। যে কোনো কারোর কাছ থেকে ইহার প্রত্যাশা করো না।
— ওয়ারেন বাফেট

আমি দেখেছি জীবন অনেকটাই সহজ হয়ে যায় যখন আপনি কম প্রত্যাশা করবেন।
— বিল ওয়াটারসন

 

প্রত্যাশা নিয়ে ফেসবুক স্ট্যাটাস

ভালো থাকার একমাত্র গোপন রহস্য হলো প্রত্যাশা।
— ব্যারি স্কোয়ার্টজ

আমার প্রত্যাশা একেবারে কমে গিয়েছিল যখন আমি ২১ বছরে উপনীত হলাম। তারপর থেকে যা কিছু হয় তা ছিল উপরিলাভ।
— স্টিফেন হকিং

এটা একটা ভালো জায়গা যখন শুধু তোমার আশা থাকে এবং প্রত্যাশা থাকে না।
— ড্যানি বয়লে

উচ্চ প্রাপ্তি সব সময়ই এসে থাকে উচ্চ প্রত্যাশা থেকে।
— চার্লস কেটারিং

সেই ব্যক্তিই আশীর্বাদ প্রাপ্ত যে কিনা প্রত্যাশা করেন এবং সে কারণে তার কোনো দুঃখ কষ্টও থাকে না।
— জোনাথন সুইফট

উচ্চ প্রত্যাশাই হল সকল।কিছুর একমাত্র চাবিকাঠি স্বরূপ।
— স্যাম ওয়াল্টন

 

প্রত্যাশা নিয়ে ক্যাপশন

কোনো কিছু ঘটার প্রত্যাশা করার চেয়ে ভাল চমৎকৃত হয়ে যাওয়া এতে করে কোনো দুঃখ থাকবে না।
— কুশান উইজডম

দুঃখ কষ্ট দেয়ার জন্য মানুষকে দোষারোপ করো।না বরং নিজেকে দোষারোপ করো যে তুমি তাদের থেকে বেশি আশা করেছো।
— সংগৃহীত

অন্যদের তুলনায় নিজের থেকে বেশি প্রত্যাশা করো। কারণ প্রত্যাশা অনেক বেশি কষ্ট দেয় আর নিজের থেকে তা করা অনুপ্রাণিত করে।
— সংগৃহীত

জীবন তোমাকে কম দুশ্চিন্তা দিবে যদি তুমি তা থেকে কম প্রত্যাশা করতে পারো।
— ব্রাড মেলটজার

প্রত্যাশা নিয়ে বসবাস করো না। বরং বাইরে যাও কিছু একটা স্মরণীয় করে দেখাও।
— ফাব কোটস

কারো প্রতি খুব বেশি দুর্বল হয়ো না এতে করে তার থেকে প্রত্যাশা বাড়বে এবং প্রত্যাশা দুঃখের দিকে ধাবিত করবে।
— সংগৃহীত

প্রত্যাশা নিয়ে কবিতা

নিঃশব্দ প্রত্যাশা
– কামরুল হাসান তুহিন
কত প্রত্যাশা
অধিকারচ্যুত হয় নিঃশব্দে,
জীবন বন্দি করতে পারেনি ভালবাসার সব নীল!
কত জ্বালায় জীবন ক্ষয়ে
রয়ে যায় প্রতিবাদহীন,
অন্তিম সময় ক্রোধ ভাঙে।
কত যে সময় অসময় হয়ে
অসহায় দীর্ঘশ্বাসে মিলেমিশে
জীবন পিষে বয়ে বেড়ানো…!!

 

প্রত্যাশা
– রবীন্দ্রনাথ ঠাকুর
সকলে আমার কাছে যত কিছু চায়
সকলেরে আমি তাহা পেরেছি কি দিতে !
আমি কি দিই নি ফাঁকি কত জনে হায় ,
রেখেছি কত – না ঋণ এই পৃথিবীতে ।
আমি তবে কেন বকি সহস্র প্রলাপ ,
সকলের কাছে চাই ভিক্ষা কুড়াইতে !
এক তিল না পাইলে দিই অভিশাপ ,
অমনি কেন রে বসি কাতরে কাঁদিতে !
হা ঈশ্বর , আমি কিছু চাহি নাকো আর ,
ঘুচাও আমার এই ভিক্ষার বাসনা ।
মাথায় বহিয়া লয়ে চির ঋণভার
‘ পাইনি’ ‘পাইনি’ বলে আর কাঁদিব না ।
তোমারেও মাগিব না , অলস কাঁদনি —
আপনারে দিলে তুমি আসিবে আপনি ।

 

প্রত্যাশা

_কাজী জুবেরী মোস্তাক

এ দেশে আজ নির্লজ্জতা বিপদসীমার উপর দিয়ে বইছে,
তাইতো আজ নেতারা নির্লজ্জের মতো দিব্যি বেঁচে আছে ;
প্রেস আর মিডিয়ার সামনে দিব্যি মিথ্যা বুলির খই ফুটছে ।

এ দেশের প্রতিটা শহর-গ্রামাঞ্চল আজকে নষ্টদের দখলে ,
মাদকের ভয়াবহতাও আজকে যেন মহামারীর পূর্ণ দখলে
তবু ওরা নির্লজ্জের মতো উন্নয়নের মিথ্যা গাল গল্প বলে চলে।

এই দেশে আজ সন্ত্রাস আর দূর্নীতি মাদকের মতো ধেয়েই চলেছে
লাগাম টানার কথা ছিল যাদের তারা আজ উল্টো পথে চলছে
তবু কিছু মানুষ সুন্দর আগামীর জন্য ঠিকই লড়াই করে চলেছে।

এই দেশটা আজকে চোর বদমাশ আর লুটেরাদের অভয়াশ্রম
সৎ, আদর্শবান, প্রতিবাদী, সজ্জন ব্যক্তি আজকে নেহায়েতই কম
সেই সংখ্যালঘু একদিন ঠিকই গর্জে উঠবে দেখাবে

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button