Status

গভীর রাতের কষ্টের স্ট্যাটাস, ছন্দ ও কবিতা

গভীর রাতের কষ্টের স্ট্যাটাস গুলো অনুসন্ধান করে বিপুল সংখ্যক মানুষ আমাদের ওয়েবসাইটে এসে থাকে নিয়মিত। এমন ব্যক্তিদের কষ্টের কিছু সেরা স্ট্যাটাস প্রধান করার লক্ষ্য নিয়ে কাজ করেছি আমরা। আমরা আমাদের আলোচনার শুধুমাত্র এই স্ট্যাটাসটি প্রদান করব তা নয় এখান থেকে আপনি কষ্টের কিছু ছন্দ সম্পর্কে জানতে পারবেন এছাড়া গভীর রাতের কষ্টের কিছু কবিতা প্রদান করা হবে যেগুলো নতুন । প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন স্ট্যাটাস সংযুক্ত করে থাকে আমাদের আলোচনায় সুতরাং আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে স্ট্যাটাস ব্যবহার করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের আলোচনার সাথে থেকে সেরা কিছু স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।

অনেকেই রয়েছে যারা কষ্ট নিয়ে জীবন যাপন করছে এক্ষেত্রে রাতে ঘুমাতে পারে না কষ্টের কারণে আর সারারাত জেগে থাকে বুকে জমা কষ্ট করবেন এমন কষ্ট থেকে তারা অনেকেই সোশ্যাল মিডিয়াকে কষ্টের কথা জানতে আগ্রহ প্রকাশ করে । এক্ষেত্রে তারা রাতজাগা হল খুব কষ্টের স্ট্যাটাস গুলো পাওয়ার জন্য অনলাইন অনুসন্ধান করে একের পর এক সাইটে গিয়ে থাকেন । এ ক্ষেত্রে অনেকেই বিরক্তি ফিল করেন তবে আমাদের আলোচনার মাধ্যমে শুধুমাত্র সেরা স্ট্যাটাস গুলো তুলে ধরা চেষ্টা করেছি এক্ষেত্রে আপনাকে হয়তো অন্য কোন ওয়েবসাইট অনুসন্ধান করতে হবে না আমাদের আলোচনার সাথে থেকেই আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আলোচনা সাপেক্ষে এ বিষয়ে আরো কিছু তথ্য প্রদান করা থাকছে অবশ্যই।

গভীর রাতের কষ্টের স্ট্যাটাস

বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেয়ে মানুষ রাতে ঘুম বন্ধ করে দেয় বিশেষ করে প্রেম বিরহের কষ্টের মানুষ রাতে ঘুমাতে পারে না এক্ষেত্রে রাতে কষ্ট আরো বাড়ে নিজেকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মের সাথে নিষিদ্ধ তাকে বিভিন্নভাবে রাত পার করে দেয় তবে তাদের রাজাকার এই কষ্টের কথা অন্যের মাঝে প্রকাশ করার জন্য স্ট্যাটাস কে মাধ্যম হিসেবে নির্বাচন করেন। আর এমন কষ্টে কাতর ব্যক্তিদের জন্য আমরা আমাদের আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সেরা কিছু রাত জাগা কষ্টের স্ট্যাটাস নিয়ে উপস্থিত হয়েছি যে স্ট্যাটাস গুলো সত্যিই অনেক সুন্দর নিচেই স্ট্যাটাস গুলো তুলে ধরা থাকছে ।

কেউ ঘুমাচ্ছে,কেউ ঘুম খুঁজছে আর
কেই ঘুমিয়ে পড়া মানুষটাকে খুঁজছে।

বিশ্বাস ভেঙোনা কারণ তা একবার ভেঙে গেলে আর ফিরে পাওয়া যায়না।
আর সম্পর্ক ভেঙোনা কারণ
বন্ধনহীন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা খুব কস্টের।

যাকে ভালোবাসি সে আমাকে অনেক কষ্ট দেয়, কি করবো বুঝি না। তাকে কষ্ট দিতে ও পারি না, আবার নিজের কষ্টটা ও বুঝাইতে পরি না।

সবার দেওয়া আঘাত মেনে নেওয়া যায় প্রিয় অমানুষ গুলার দেওয়া কষ্ট মেনে নেয়া যায় না।

 

অভিমানি এই জীবন কেন থামে না কান্না ভরা এই মন কিছু জানেনা। কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা। আর যার জন্য এই মন কাঁদে সে তো বুঝেনা।

দুটি জিনিস প্রকাশ করা উচিত নয়!
১: কষ্ট
২: ভালোবাসা।

কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন। ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন।

একদিন বুঝবে
তোমার হৃদয়ে আমার
অভাবটা ঠিক কতটা জুড়ে?

কষ্ট বুকে চেপে একলা থাকি
কান্নার নোনাজল অধরে মাখি
লাভ কি বৃথা মনে কষ্ট চেপে
আয় না ফিরে তুই আমারি বুকে..!!

পৃথিবীতে সব থেকে
নির্লজ্জ হলো মানুষের মন।
ফিরবেনা জেনেও তার
অপেক্ষায় বসে থাকে

আমরা আমাদের ভুল গুলো তখনি উপলব্ধি করতে পারি যখন আমাদের কাছ থেকে প্রিয় মানুষ গুলো হারিয়ে যায়…।

চিরকালের জন্য চলে যাচ্ছি….
তোর থেকে..ভালো থাকিস তুই..
আর বলবোনা ভালোবাসি তোকে
আর বলবোনা খুব মিস করি তোকে…
আর রাত জাগবোনা তোর জন্য

“আমি এমন এক জনকে চাই,, যে আমাকে বুঝবে,,
একটু চোখের আড়াল হলে,, পাগলের মত খুঁজবে,, ”

‘চলেই যদি যাবে, তো এসে ছিলে কেন?
ভুলেই যদি যাবে, তো জান বলে ডেকে ছিলে কেন? ‘

আমি শেষ হয়ে গেছি বলে
আক্ষেপ করি না
কেবল আফসোস! তোমাকে
কেউ আর বিশ্বাস করে না…।

যেদিন দেখবি ঝগড়া
করাটাও বন্ধ করে দিয়েছি
সেদিন বুঝবি ভালোবাসাটাও আর নেই।

ভালো আছি কথাটা যত
সহজে বলা যায়
আসলে কী সত্যিই
তত সহজে ভাল থাকা যায়?

তোকে খুব ভালোবাসি বলেই
আমি এত অবহেলিত।

আমার বুকের ভিতরের
চাপা কষ্টগুলো যদি
তুমি দেখতে পেতে
তাহলে তুমি ভয়ে
চিৎকার দিয়ে জ্ঞান
হারিয়ে ফেলতে।

চোখ থেকে অশ্রু ঝরার কারণটি
মন থেকে মুছে ফেলা যায় না।

ততটা ভালো থেকো
যতটা ভালো থাকলে
আমাকে আর মনে পড়বে না।

ভাগ্যের কাছে আমি হার মানি নাই
হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে ।

কষ্ট গুলো যদি কাগজ হতো,
আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম।কিন্তু কষ্ট গুলো হল আগুন,
যা আমাকে কাগজের মত পুড়িয়ে ছাই করে দিচ্ছে‌।

গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,,,
নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে
রাত্রির- কষ্ট- হয় – চাদঁ- ডুবে- গেলে,,,
আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে।

কাউকে ভুল বোঝার
আগে দেখো ভুলটা কার ছিল
কারো মন ভাঙার
আগে দেখো তোমার
মন ভাঙলে কেমন লাগবে
আগে নিজের কষ্টটা
বুঝো তার পরে
অন্যকে কষ্ট দিও।

বাস্তবতা এতটাই কঠিন
যে, কখনও কখনও বুকের
ভিতর গড়ে তোলা বিন্দু
বিন্দু ভালবাসাও
অসহায় হয়ে পড়ে।

 “সম্পর্ক চলাকালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।”

রাত জাগা কষ্টের কবিতা

বর্তমান সময়ে কবিতা পড়ার জন্য অনলাইনে সহযোগিতা নিয়ে থাকেন রায় সকল মানুষ। বিভিন্ন বিষয়ের উপর সুন্দর সুন্দর কবিতা পড়ার জন্য অনলাইনে সহযোগিতা নিতে পারেন আপনি অনলাইনে অনুসন্ধান করলেই বিষয়ভিত্তিক কবিতা গুলো খুব সহজেই খুজে পাওয়া সম্ভব। বর্তমান সময়ে অসংখ্য ছোট ছোট কবি রয়েছেন যারা সত্যিই অনেক সুন্দর কবিতা লিখে তবে তাদের কবিতাগুলো থেকে নির্বাচিত কষ্টের কবিতা গুলো নিয়ে এসেছি আমরা হয়তো অনেকেই এই কবিতাগুলো সম্পর্কে এখন পর্যন্ত জানেন না আমরা বিভিন্ন সোশ্যাল একাউন্ট থেকে কবিতা গুলো সংগ্রহ করেছি পাশাপাশি ওয়েবসাইট থেকে কিছু সংখ্যক কবিতা সংগ্রহ করার চেষ্টা করেছি নির্বাচিত কবিতা গুলো থেকে বেশ কয়েকটি কবিতা আপনি ব্যবহার করতে পারেন এস এম এস স্ট্যাটাস হিসেবে নিয়ে কিছু কষ্টের কবিতা তুলে ধরা হচ্ছে ।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button