১৪ ফেব্রুয়ারি নিয়ে ফানি পোস্ট -২০২৪
যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ
ভালোবাসা একটি স্বর্গীয় দান।
— বিল গেটস
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার?
আমি বলব চোখের পাতা নড়ে যতবার।
যদি বলো তোমায় ভালবাসি কত?
আমি বলব আকাশে তারা আছে যত|
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ
ভালোবাসার মানুষকে সেরা কিছু উপহার দেওয়ার সেরা সময় হচ্ছে ভালোবাসা দিবস।
— হরি চন্দ্র
জীবন হল বাঁচার জন্য।
মন হল দেবার জন্য।
ভালোবাসা হল সারা জীবন পাশে থাকার জন্য।
বন্ধুত্ব হলো জীবন কে সুন্দর করার জন্য।
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ
ভালোবাসা দিবসটা হচ্ছে এমন একটা দিবস যা ভালোবাসার মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার দিন।
— সোলায়মান সূখন
আজকে তুমি রাগ করছো দু:খ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি একদিন তো যাবো মরে
বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোমাকে
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ
মানুষ ভালবাসার পাগল..একটুখানি ভালবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে..
পৃথিবীটা তোমারি থাক,পারলে একটু নীল দিও।আকাশটা তোমারি থাক,পারলে একটু তারা দিও।মেঘটা তোমারি থাক,শুধু একটু ভিজতে দিও।মনটা তোমারি থাক,পারলে একটু জায়গা দিও ॥
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,যদি কাছে আসতে দাও,যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে
একটা আকাশ বাতাসের জন্য,একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য, আর আমি শুধু তোমার জন্য।