ভালোবাসা দিবসে বাংলা মেসেজ
আপনি কি ভালোবাসা দিবসের এসএমএস খুঁজছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ আমরা এখন কথা বলব ভালোবাসা দিবসের মেসেজ সংক্রান্ত তাই যারা যারা মেসেজ দেখতে চাচ্ছেন এবং সুন্দর সুন্দর মেসেজ আপনার প্রিয় মানুষকে দিতে চাচ্ছেন তাহলে আমাদের পোস্ট শেষ পর্যন্ত দেখুন । কারণ এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দের মেসেজগুলি এবং এখান থেকে তার কপি করে আপনার প্রিয় মানুষকে দিতে পারবেন । পোস্টটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ।
ভালোবাসা দিবসের এসএমএস
আমরা কোন কথা বলব ভালোবাসা দিবসে বাংলা মেসেজ নেই তাই যারা যারা এ ধরনের ম্যাসেজগুলো খুঁজছেন এবং অন্যান্য ওয়েবসাইট ঘুরে এসেছেন ভালো মেসেজ খুজে পাচ্ছেন না তাদের জন্য এই মেসেজগুলি পছন্দ হবে আশা করি । এখানে বাছাইকৃত মেসেজগুলি আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি । আপনারা খুব সহজেই এই মেসেজগুলি কপি করে আপনার প্রিয় মানুষকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন ।
আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মেসেজ সাজিয়ে লিখতে পারেন না এবং অনেকে আছেন বাসার কিভাবে লিখবে তা মিলিয়ে অর্থাৎ গুছিয়ে লিখতে পারেন না তাদের জন্য এই মেসেজগুলি কপি করে ব্যবহার করতে পারেন । তাই আর বেশি কথা না বাড়িয়ে নিচে মেসেজগুলি দিয়ে দেওয়া হল এখান থেকে দেখে নিন ।
যার রাগ বেশি সে নিরবে অনেক ভালোবাসতে জানে,যে নিরবে ভালোবাসতে জানে তার ভালোবাসারগভীরতা বেশি, আর যারভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।
তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের ২য় শ্রেষ্ঠ কাজ ,
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা ।
ভালোবাসি তোমায় এবং সবসময় বাসবো ,
আজ বললাম ও সারা জীবন বলবো । হ্যাপি ভ্যালেনটাইন ডে
তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা। ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো।
ღღ_Happy Valentines day_ღღ
রাজার আছে অনেক ধন. আমারআছে একটি মন পাখির আছে ছোট্র বাসা. আমার মনে একটি আশা.তোমায় ভালোবাসা. দুর নিলিমায় রয়েছি তুমার পাসে।খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে। শুনাব না কোন গল্প,গাইব শুধু গান।যে গানে খুজে পাবে ভালবাসার টান।
জীবনে যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আকা
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকে ।
এই মন শুধু তোমাকেই চাই , তোমাকে আরো কাছে পেতে চাই ,এই মন চাই শুধু তোমার মিষ্টি হাসি দেখতে , সারাজীবন শুধু এইভাবেই পাশে থাকতে। Happy Valentines Day প্রিয়তম।
একদম নিখুঁত মানুষখুঁজতে যেও না ,বিধাতা মানুষের ভিতরকিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে;বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না..!!
ღ_ღ_ যদি বৃষ্টি হতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
চাঁদ সুন্দর ফুল সুন্দর আর সুন্দর তুমি।
পৃথিবীতে দুই জন তুমি আর আমি।
জীবন পথে চলতে চলতে
এক ঘেয়েমি যখন চলে আসে
ভালোবাসার মানুষকে খুঁজে তখন পেলে
তার হাত দুটিকে শক্ত করে রেখো তখন ধরে।
ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রিয়তম।
মানুষ ভালবাসার পাগল..একটুখানি ভালবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে..
তোমার বাবার শাসানিতে ভয় নেই আমার
তোমায় পেয়েছি বুকে
আর কোন ভয় নেই আমার।
ভুল করেও যাকে একবার ভালবাসা যায়…
হাজার চেস্ট করেও তাকে ভোলা যায় না।
আমি তোমায় হাসাব
মাঝে মাঝে কাঁদাব।
হয়ত বা রাগাব…।
একদিন হঠাত করে হারাব
চিরতরে ঘুমাব
তমাকে চিরদিন ভাবাব।
আমি তোমায় হাসাব
মাঝে মাঝে কাঁদাব।
হয়ত বা রাগাব…।
একদিন হঠাত করে হারাব
চিরতরে ঘুমাব
তমাকে চিরদিন ভাবাব।
আমরা উপরে অনেক মেসেজ দিয়ে দিয়েছি আপনারা আশা করি এই মেসেজগুলো কৃত হবেন এবং এ ধরনের মেসেজ আর পেতে এবং অন্যান্য পোস্ট দেখতে আমাদের ওয়েবসাইটে পরবর্তীতে ভিজিট করবেন । সর্বশেষ বলতে চাই আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।