বিকাশ এ্যাপ থেকে পিন রিসেট করার নিয়ম
বিকাশ, আপনারা সকলেই জানেন যে বিকার একটি মোবাইল ব্যাংকিং সিস্টেমে টাকা লেনদেন করে । তাই আজকে আপনাদের সামনে কথা বলব বিকাশ অ্যাপ এর সম্পর্কে , আমাদের মূল বিষয় হচ্ছে কিভাবে অ্যাপ থেকে বিকাশের পিন নাম্বার রিসেট করতে পারবেন । তাই যারা এই এই সমস্যায় ভুগছেন এবং এ ধরনের পোস্ট করছেন তারা অবশ্যই আমাদের পোস্টি শেষ পর্যন্ত দেখতে থাকুন । অনেকেই এই সমস্যায় ভোগেন কিন্তু সঠিক তথ্য না পাওয়ায় একটি সেট করতে পারেন না । তাই এখান থেকে খুব সহজ পদ্ধতিতে আপনারা সহজেই এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নতুন ভাবে চ্যাট করতে পারবেন কিভাবে পারবেন কিভাবে করতে হবে আমরা ছবি আকারে তা দেখিয়ে দেবো । তাই আর বেশি কথা না বাড়িয়ে আমরা নিচের নিয়ম গুলি উল্লেখ করছি ।
১.বিকাশ অ্যাপে প্রবেশ করুন ।
২.“পিন ভুলে গিয়েছেন?’ / “Forgot PIN?” লেখায় ক্লিক করুন ।
৩.Reset PIN এ ক্লিক করুন ।
৪.এরপর আপনার মোবাইল নাম্বার দেখানো হবে, “পরবর্তী” চাপুন ।
৫.সিম কোম্পানি সিলেক্ট করুন ।
৬.ওটিপি আসার জন্য কোনো পারমশন চাইলে Allow করে দিন ।
৭.এরপর স্বয়ংক্রিয়ভাবে ওটিপি সাবমিট হয়ে যাবে ।
৮.এসএমএস এ পাওয়া অস্থায়ী পিন প্রদান করুন ।
৯.এরপর নতুন পিন দিয়ে লগিন করে দেখুন পিন রিসেট সফল হয়েছে কিনা ।
১০.উপরোক্ত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করলে আপনার পিন সফলভাবে রিসেট হবে ।
বিকাশ পিন রিসেট করার আরো কিছু উপায়
আসলে যে আপনি শুধু নিজে নিজেই পিন সেট আপ করতে পারেন তা নয়। অনেকে আছেন যারা উপরুক্ত বিষয় গুলো যানেন না তাদের জন্য বিকল্প উপায় ও আছে।প্রথমত
বিকাশ হেল্পলাইন নাম্বার 16247
এ কল করে পিন রিসেট এর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়াও বিকাশ এর ফেসবুক পেজ এর লাইভ চ্যাট অপশন এবং ইমেইল এর মাধ্যমে যথাযথ তথ্য দিয়ে নতুন পিন রিসেট এর জন্য অস্থায়ী পিন পেতে পারেন যেলোন বিকাশ ব্যাবহারকারি।
বিকাশ পিন পরির্বতন এর নিয়ম
যেকোন নিরাপত্তাজনিত কারণে বিকাশ পিন পরিবর্তন এর প্রয়োজন হতে পারে। বিকাশ পিন পরিবর্তন করতে নিচের স্টেপ গুলো ফলো করুনঃ
- 247# ডায়াল করে বিকাশ মোবাইল ব্যাংকিং মেন্যুতে প্রবেশ করুন
- My bKash সিলেক্ট করতে 8 লিখে সেন্ড করুন
- Change Mobile Menu PIN সিলেক্ট করতে 3 লিখে রিপ্লাই দিন
- আপনার বর্তমান পিন লিখে সেন্ড করুন
- 5 ডিজিটের নতুন পিন প্রদান করুন।
- পুনরায় নতুন পিন প্রদান করুন
- পিন সফলভাবে পরিবর্তন হয়ে গেলে একটি কনফার্মেশন এসএমএস পাবেন।
সিমকার্ড হারিয়ে গেলে বিকাশ পিন রিসেট
সিম বা মোবাইল হারিয়ে যায় আর এই হারিয়ে ফেলা স্বাভাবিক একটি ব্যাপার। তবে বিপত্তি তখন ঘটে যখন হারিয়ে ফেলা সিম এ বিকাশ একাউন্ট খোলা থাকলে।তবে একটি ভালো খবর হলো সিম বা মোবাইল হারিয়ে গেলে সিম তুলে ফেললে পুনরায় বিকাশ একাউন্ট ব্যবহার করা যায়। কিন্তু যে সিম রিপ্লেস করার প্রথম ২৪ঘন্টা বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে।সিম হারিয়ে গেলে যথাসম্ভব দ্রুত বিকাশ হেল্পলাইন নাম্বার 16247 এ কল করে বিকাশ কতৃপক্ষকে আপনার সমস্যার কথা খুলে বলুন। ভেরিফিকেশনের জন্য তথ্য চাওয়া হলে প্রয়োজনীয় তথ্য প্রদান করে বিকাশ টিমকে সহযোগিতা করুন।
পোস্টেটি ভালো লেগে থাকলে বা আপনার কোন উপকারে আসলে তা কমেন্ট করে জানান।এবং আমাদের সাথেই থাকুন।ধন্যবাদ সকলকে।