Valentine's Day

১৪ ফেব্রুয়ারি নিয়ে ক্যাপশন-২০২৩

খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে!! ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে!! হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে!! বাসিনি কাউকে ভাল তোমাকে ভালোবাসবো বলে!

মন নেই ভালো, জানিনা কি হলো।
পাসে নেই তুমি, কি করি আমি।
পাখী যদি হতাম আমি এই জীবনে
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে।
তুমি কি যাবে আমার সাথে?
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ

14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে সবাইকে সুস্বাগতম তবে মেয়েদের বলছি একটু সাবধানে থেকো বোন কখন কি ঘটে যেতে পারে বলা মুশকিল

খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ

মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়””””গুন দেখে প্রেম করো, রুপ দেখে নয়””””রাতের বেলায় সপ্ন দেখো, দিনের বেলায় নয়”” “”একজনকে ভালোবাসো, দশ জনকে নয় “”

জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি,
জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি ।…
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ

যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়!! কিন্তু যে ভালবাসা কোন কিছুর উপরই নির্ভর করেনা, সেটাই চির জীবনের জন্য থেকে যায়, এটাকেই হয়তো বলে “স্বার্থহীন ভালবাসা”

রাজার আছে অনেক ধন ।
আমার আছে একটি মন ।
পাখির আছে ছোট্র বাসা .
আমার মনে একটি আশা তোমায় ভালোবাসা ।
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ

আমি প্রেম কি জানিনা আমি প্রেম কি বুঝিনা
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে
কে জানে হায় কোন আগুনে মরিব আমি এই ফাগুনে|
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ

ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি__ যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না__ যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না__ আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে না ।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button