জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা
প্রিয় ভিউস আমরা এখন কথা জয়পুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী এবং ভাড়া সংক্রান্ত তাইতো যারা এই সংক্রান্ত যান বিষয়ে জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই আমাদের পোস্টটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং সব বিষয়ে জানতে পারবেন । আমরা সম্পূর্ণ পোস্টটি আপনাদের জন্য সুবিধা হয় সবার কথা চিন্তা করে তিনি আকারের সাজিয়ে দিয়েছি এখান থেকে দেখে নিন এবং তা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।
জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী
আপনারা টাঙ্গাইল ট্রেনের সময়সূচি নিয়ে ভাবছেন তাদের জন্য আমি আমার এই সাইট টিতে সুন্দর করে জয়দেবপুর ট্রেনের সময়সূচী স্থাপন করলাম। আপনারা আমার নিচের তালিকা থেকে জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী জেনে নিতে পারবেন।
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
একতা এক্সপ্রেস (৭০৫) | নাই | ১১ঃ০৫ | ১২ঃ০৫ |
লালমনি এক্সপ্রেস(৭৫১) | শুক্রবার | ২২ঃ৪২ | ২৩ঃ৪০ |
সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৩) | নাই | ১৫ঃ৪৮ | ১৬ঃ৫৫ |
পাদ্মা এক্সপ্রেস (৭৫৯) | সোমবার | ০০ঃ০১ | ০১ঃ০০ |
সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) | শনিবার | ১৭ঃ৫৭ | ১৯ঃ০৫ |
জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)
জয়দেবপুর থেকে টাঙ্গাইল রাজশাহী এক্সপ্রেস (৫) নামে একটি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। স্বল্প ব্যয়ে নিয়মিত চলাচলের জন্য এটি সেরা ট্রেন।
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
রাজশাহী এক্সপ্রেস (৫) | নাই | ১৩ঃ১৭ | ১৪ঃ২৭ |
জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের ভাড়ার তালিকা
জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের ভাঙার তালিকা টি আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখান থেকে আপনার সুন্দর করে যাদেরকে একটু টাঙ্গাইল ট্রেনের ভাড়া তালিকা জানতে পারবেন। নিচে আমি ভাড়া তালিকা টা দিয়ে দিয়েছি এখান থেকে সংগ্রহ করার জন্য আপনাকে মনোযোগের সহিত আমার এই পোস্টটি ভালো করে পড়তে ও দেখতে হবে।
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ৬৫ টাকা |
শোভন চেয়ার | ৭৫ টাকা |
প্রথম সিট | ১০০ টাকা |
প্রথম বার্থ | ১৫০ টাকা |
স্নিগ্ধা | ১২৫ টাকা |
এসি সিট | ১৫০ টাকা |
এসি বার্থ | ২২৫ টাকা |