Quote

ভালো কাজ বা সৎকাজ নিয়ে উক্তি স্ট্যাটাস

ভালো কাজ কিংবা সৎকাজ বলতে কোথায় যে সকল কাজ মানব কল্যাণে উপকারে আসে এবং সমাজের প্রতিটি মানুষের জীবনে উপকার সাধন করে থাকে সে সমস্ত কাজকে সৎ কাজ কিংবা ভালো কাজ বলা হয়। আর যিনি এ সমস্ত কাজে নিজেকে নিয়োজিত রাখেন তাকে ভালো মানুষ কিংবা সৎ মানুষ হিসাবে সকলেই সম্মান করে এবং ভালোবেসে থাকে। সমাজের প্রতিটি মানুষ সৎকাজে নিয়োজিত ব্যক্তিদের অনেক সম্মান করে এবং ভরসা করে থাকে। এই সৎ কাজে নিয়োজিত ব্যক্তিদের জীবনী সমাজের প্রতিটি মানুষ অনুসরণ করে নিজেকে ভালো কাজে নিয়োজিত করার চেষ্টা করে থাকেন। তাই আজকে সকলের জন্য আমরা ভাল কাজ কিংবা সৎকাজ নিয়ে উক্তি ও স্ট্যাটাসগুলো শেয়ার করবো যেগুলোর মাধ্যমে আপনারা ভালো কাজের গুরুত্ব বুঝতে পারবেন।

সমাজের যে সমস্ত কাজ একজন মানুষের জীবনে উপকার করে থাকে এবং সমাজের বিভিন্ন ধরনের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে সমস্ত কাজকে মূলত ভাল কাজ কিংবা সৎকাজ বলা হয়। যে সমস্ত ব্যক্তি নিজের বাস্তব জীবনের পাশাপাশি সমাজের মানুষদের জীবনের ভালো দিকের কথা বিবেচনা করে এ সমস্ত কাজে নিজেকে নিয়োজিত করে থাকেন এবং সকলের মাঝে ন্যায়-অন্যায় ও ভালো দিকগুলো সর্বদা তুলে ধরার চেষ্টা করে থাকেন তাকে প্রতিটি মানুষ সৎ মানুষ হিসেবে চিনে থাকে। একজন সৎ মানুষ কিংবা ভালো মানুষ কখনোই সমাজের এই ভালো কাজগুলোর পিছনে কোন স্বার্থ কিংবা উদ্দেশ্যকে সামনে রেখে এই কাজগুলো করে না বরং সমাজের উন্নয়নের জন্যই তারা সর্বদা ভালো কাজগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। তাই আমাদের অবশ্যই সমাজের ভালো কাজগুলোকে অনুসরণ করতে হবে এবং এই কাজগুলো করতে হবে।

ভালো কাজ বা সৎ কাজ নিয়ে উক্তি

অনেকেই বাস্তব জীবনে ভালো কাজগুলোকে তাদের জীবনে অনুসরণ করার জন্য ভালো কাজ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই। তাদের জন্য আজকে আমরা ভাল কাজ বা সৎ কাজ নিয়ে উক্তিগুলো তুলে ধরব। আজকের এই ভালো কাজ বা সৎকাজ নিয়ে উক্তিগুলো সংগ্রহ করার মাধ্যমে আপনারা প্রত্যেকেই সমাজের ভালো কাজ কিংবা সৎ কাজগুলো সম্পর্কে জানতে পারবে না এবং এই কাজগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে আপনি আপনার ব্যক্তিগত জীবনে সকল ধরনের সৎ কাজও ভালো কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন। সকলের মাঝে এই উক্তিগুলো শেয়ার করে তাদেরকে ভালো কাজের প্রতি উৎসাহ দিতে পারবেন। নিচে ভালো কাজ বা সৎ কাজ নিয়ে উক্তিগুলো তুলে ধরা হলো:

ভালো কাজের ফলাফল ভালো কিছুই হয় । আর খারাপ কাজের ফলাফল খারাপই হয় ।

— অজানা

যারা বিশ্বাস স্থাপন করে, এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

— সূরা আল মায়িদাহ- আতাতু

যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না।

— সূরা আল আনআম- আয়াত: ১৬

সৎ কাজ নিয়ে উক্তি

যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের জন্যে রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তণস্থল।

— সূরা আর-রাদ- আয়াত: ২৯

নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা পরহেযগার এবং যারা সৎকর্ম করে।

— সূরা আন নাহল- আয়াত: ১২৮

 লো কাজ বা সৎ কাজ নিয়ে স্ট্যাটাস

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভালো কাজ নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করে থাকেন। তাদেরকে জানাতে আজকের এই প্রতিবেদনটিতে আমরা ভাল কাজ কিংবা সৎকাজ নিয়ে স্ট্যাটাস গুলো তুলে ধরেছি। আপনারা আজকের এই স্ট্যাটাস গুলোর মাধ্যমে জানতে পারবেন সৎকাজ অথবা ভাল কাজ কি সে সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য। যেগুলো আপনাদের প্রত্যেককে কে ভালো কাজের প্রতি উৎসাহ দিতে সাহায্য করবে। আপনি আমাদের এই স্ট্যাটাস গুলো আপনার বাস্তব জীবনে অনুশীলন করতে পারবেন। তাই আর দেরি না করে চলুন ভালো কাজ কিংবা সৎ কাজ নিয়ে স্ট্যাটাস গুলো দেখে নেওয়া যাক।

যারা ঈমান এনেছে এবং সৎকাজ ( ভালো কাজ ) করেছে , তারাই জান্নাতের অধিবাসী । তারা সেখানেই চিরকাল থাকবে ।

— সূরা বাকারা, আয়াত ৮২

যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম ( ভালো কাজ ) সম্পাদন করে- আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না।

— সূরা আল কাহফ- আয়াত: ৩০

যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস।

— সূরা আল কাহফ- আয়াত: ১০৭

হে মুমিনগণ ! তোমরা রুকু কর, সেজদা কর, তোমাদের পালনকর্তার এবাদাত কর এবং সৎকাজ সম্পাদন কর, যাতে তোমরা সফলকাম হতে পার ।

— সূরা আল হাজ্জ, আয়াত- ৭৭

সৎকাজ নিয়ে ফেসবুক স্ট্যাটাস

একটি ভালো কাজ চালিয়ে যাওয়ার মাধ্যমেই শিল্পী তার কৃতজ্ঞতা প্রকাশ করে ।

— ক্রিস জামি

সৃষ্টিকর্তা যখন আমাদের ভালো কাজে খুশি হন, তখন তিনি তাঁর আনন্দ প্রকাশ করতে সুন্দর প্রাণী, পাখি, প্রজাপতি ইত্যাদি আমাদের কাছে পাঠান ।

— মোঃ জিয়াউল হক

যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য রয়েছে অনুরূপ ১০টি কল্যাণমূলক পুরস্কার ।

— হাদিসে কুদসি

সৎকাজ নিয়ে ক্যাপশন

আর আল্লাহকে ভয় কর, এবং জেনে রেখো যে, আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করেই দেখেন ।

— সূরা বাকারা, ২৩৩ আয়াতের শেষাংশ ।

যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে । তাদের প্রাপ্য পরিপুর্নভাবে দেয়া হবে । আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না ।

— সূরা আল ইমরান, আয়াত- ৫৭

আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মুর্খ জাহেলদের থেকে দূরে থাক ।

— সূরা আল আরাফ, আয়াত- ১৯৯

হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছে, আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে ।

— সূরা আল-বাকারা, আয়াত ২৫

যে ভালো কাজ করবে, সে তার প্রতিদান পাবে; এবং যে মন্দ কাজ করবে, সে তার প্রতিফল পাবে ।

— আল কোরআন

সৎকাজ নিয়ে কবিতা

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button