Valentine's Day

ভালোবাসা দিবস সম্পর্কে ফানি ফেসবুক স্ট্যাটাস ও উক্তি এসএমএস টেস্ট আপডেট ২০২৩

 ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সম্পর্কে কিছু কথা

১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমরা পালন করে থাকি যার জন্য পূর্ণভাবে আর এই ভালোবাসা দিবস সম্পর্কে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিছু ফেসবুক স্ট্যাটাস দিয়ে থাকি। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা তাদের ভালবাসার শুভেচ্ছা জানিয়ে থাকে অর্থাৎ ভালোভাবে তাদের মনের কথা প্রকাশ করে থাকে এই দিনটিতে। অনেক রয়েছে বিভিন্ন ধরনের পার্টি সাহায্যে এই ভালোবাসা দিবস পালন করে থাকে।

ভালোবাসা দিবস সম্পর্কে ফানি স্ট্যাটাস

 

ভালবাসার কোথায় গেলে তুমি পাচ্ছিনা

তোমায় খুজে এই ১৪ ফেব্রুয়ারির

ভালবাসার দিবসেও

— সংগৃহীত

 

সবার কপালে ভালোবাসা জুটে আর

আমার কপালে ভালোবাসা জুটলো

না ভ্যালেন্সটাইন ডে  উপলক্ষে

শুধুই ঘুরাঘুরি হলো।

— সংগৃহীত

 

আমি আগে জানতাম যে ভালোবাসা দিবসে

ভালোবাসার লোকের অভাব থাকে না

কিন্তু আমার কপাল এত হতভাগা আমি একটাও

ভালোবাসার লোক খুঁজে পেলাম না।

— সংগৃহীত

 

যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,

যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,

এভাবে ভালোবাসবো আজীবন।

সূখী হোক ভালোবাসা দিবস

 

রিমঝিম করছে আকাশ নেমেছে

হাওয়া বাতাস মনে পড়ে গেছে

তোমার সেই কথাগুলো।

সুখী হোক ভালোবাসা দিবস

 

সুন্দর তুমি সুন্দর রাত মনের দরজা খুলে দেখো

তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি

শুধু তোমারই জন্য।

সুখী হোক ভালোবাসা দিবস

 

 ১৪ ই ফেব্রুয়ারি এসেছে আমার ভালোবাসা

মানুষটাকে আমি কাছে পেয়েছি

ভালোবাসা দিবসের কারণে ভালোবাসা

দিবসকে জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা।

সুখী হোক ভালোবাসা

 

পানি ছারা যেমন জীবন জীবন বাঁচেনা

তেমন ভালোবাসা ছাড়া জীবন বাঁচেনা

সেই কারণেই মূলত ১৪ই ফেব্রুয়ারি

ভালোবাসা দিবস

সুখী হোক ভালোবাসা দিবস

 

পৃথিবী এত সুন্দর প্রেম আছে বলেই

আর এই প্রেম কে আরো সুন্দর ও

বেগবান করার জন্য ১৪ই

ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপিত করা হয়।

সুখী হোক ভালোবাসা দিবস

 

জীবন হল বাঁচার জন্য মন হল দেবার জন্য

ভালোবাসা হল সারা জীবন পাশে

থাকারজন্যবন্ধুত্ব হলো

জীবন কে সুন্দর করার জন্য।

সুখী হোক ভালোবাসা দিবস

 

১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে উক্তি ২০২৩

 

ভালোবাসার মানুষকে সেরা কিছু উপহার দেওয়ার সেরা সময় হচ্ছে ভালোবাসা দিবস।

— হরি চন্দ্র

ভালোবাসা একটি স্বর্গীয় দান।

— বিল গেটস

ভালোবাসা দিবসটা হচ্ছে এমন একটা দিবস যা ভালোবাসার মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার দিন।

— সোলায়মান সূখন

আমরা সকলেই ভলোবাসা দিবস সর্ম্পকে জানি যে ফুল দেওয়া নেওয়া কিন্তু না ভালোবাসা দিবস হচ্ছে দুটি মনের আন্তরিকতা।

— আয়মান সাদিক

ভালোবাসার মানুষকে নিয়ে আমরা ভালোবাসা দিবস পালন করে থাকি কিন্তু না। ভালোবাসা দিবস হচ্ছে সবার সাথে ভাগাভাগি করা।

— সংগৃহীত

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button