Valentine's Day

প্রেমিক ও প্রেমিকাদের জন্য সেরা কয়েকটি বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা

১৪ ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবসের sms পাঠিয়ে প্রেমিক ও প্রেমিকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করতে কোন প্রেমিকের ভালো না লাগে,তাই আপনাদের জন্য রইল-

Contents hide

বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা (Bangla Valentines Day sms)

এই মন শুধু তোমাকেই চাই

তোমাকে আরো কাছে পেতে চাই

এই মন চাই শুধু তোমার মিষ্টি হাসি দেখতে

সারাজীবন শুধু এইভাবেই পাশে থাকতে।

Happy Valentines Day প্রিয়তম

বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা (Bangla Valentines Day sms)

মনটা দিলাম তোমার নামে

তাকে যত্ন করে রেখো

স্বপ্ন গুলো গুছিয়ে নিয়ে

মধুর করে তুলো ।

Happy Valentines Day প্রিয়তমা

বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা (Bangla Valentines Day sms)

 তোমায় আমি ভালোবাসি 

ভালোবেসেই যাবো

শুধু তুমি পাশে থেকো

ভালোবাসার মর্যাদা টুকু দিও।

Happy Valentines Day প্রিয়তম।

বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা (Bangla Valentines Day sms)

 

তুমি শুধু আমার

আর তো কারো নয়।

আজকের এই বিশেষ দিনে

জীবন হয়ে উঠুক ভালোবাসাময়।

আমি যে ভালোবাসি শুধু তোমায়।

শুভ ভেলেন্টাইন ডে প্রিয়।

বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা (Bangla Valentines Day sms)

 

জীবন পথে চলতে চলতে

এক ঘেয়েমি যখন চলে আসে

ভালোবাসার মানুষকে খুঁজে তখন পেলে

তার হাত দুটিকে শক্ত করে রেখো তখন ধরে।

ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রিয়তম।

 

ভ্যালেন্টাইন ডে মেসেজ (Bangla Valentines Day Message)


ভালোবাসার বিশেষ মুহূর্তে ভালোবাসা দিবসের এস এম এস (sms) পাঠাতে কার না ভালো লাগে,তাই সমস্ত প্রেমিক ও প্রেমিকাদের কথা ভেবে

বেশ কয়েকটি ভালোবাসা দিবসের এস এম এস (sms) শেয়ার করা হল আসা করি আপনাদের সবার ভালো লাগবে এবং উপভোগ করবেন-

ভ্যালেন্টাইন ডে মেসেজ (Bangla Valentines Day Message)

তুমি দিয়েছো আমায় যতটা ভালোবাসা

এই মন যে চায় আরো বেশি পেতে

তুমি কাছে আছো জানি

তবুও মন যে চায় তোমায় আরও কাছে পেতে।

ভ্যালেন্টাইন ডে মেসেজ (Bangla Valentines Day Message)

সূর্যের কদর দিনটুকু পর্যন্ত

চাঁদের কদর রাতটুক পর্যন্ত

কিন্তু তোমার কদর থাকবে আমার কাছে

শেষ নিঃশ্বাস টুকু পর্যন্ত।

ভ্যালেন্টাইন ডে মেসেজ (Bangla Valentines Day Message)

ভালোবাসার হয়না তো বিশেষ কোনো দিন

ভালোবাসা বেঁচে থাকুক প্রতিটা দিন।

ভালোবাসে যাবো তোমায় আমি  আজীবন কাল।

শুধু তুমি পাশে থেকো বন্ধু হয়ে চিরকাল।

ভ্যালেন্টাইন ডে মেসেজ (Bangla Valentines Day Message)

তুমি আমার ভালোবাসা তুমি আমার সব

তুমিই আমার জীবন,

জীবনের প্রতিটা রং।

আমি যে শুধু ভালোবাসি তোমায়।

ভ্যালেন্টাইন ডে মেসেজ (Bangla Valentines Day Message)

সব কিছু দিয়ে দেব,

শুধু তোমাকে ছাড়া

কারণ একটাই

তোকে যে খুব ভালোবাসি সোনা

ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস (Valentines Day Status Bangla)


১৪ ই ফেব্রুয়ারী প্রেম দিবসের দিনে ভালোবাসা দিবসের sms এর সাথে শেয়ার করা হয় বিভিন্ন ধরণের  ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস।

Valentines Day Status Bangla

একটু কাছে এসো

পাশে আমার বসো

চোখে চোখ রেখে

একটা কথা বলো

তুমি আমায় সত্য ভালোবাসো।

Valentines Day Status Bangla

আমি তোমায় ভালোবাসি

মুখে বলব না তো আর

হৃদয় দিয়ে বুঝিয়ে দেবো

তুমি যে শুধুই আমার।

Valentines Day Status Bangla

কী করে থাকবো তোমায় ছেড়ে

শুধু তোমার ভালোবাসায় আছি সব সয়ে

পাশে থেকো তুমি সারাটা জীবন

এভাবেই হাতে হাতটা ধরে।

Valentines Day Status Bangla

 কাড়লে মন চোখে চেয়েছিল যখন বিঁধেছিল বুকে তীরের মতন 

লাজুক রাঙা ঠোঁটে হেসেছিল যখন ,

ভালোবাসি কথাটা বলতে পারেনি তখন।

Valentines Day Status Bangla

ভালোবাসার হয় না তো কোনো বিশেষ দিন

ভালোবাসা যায় প্রতিটি মুহূর্তে,প্রতিটা ক্ষনে

ভালোবাসা ব্যক্ত করতে লাগেনা কোনো সন,তারিখ

মন থেকে ভালোবেসে যেও ভালোবাসার মানুষকে প্রতিটি দিন।

ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা (Valentines Day Wishes Bangla)


ভালোবাসা দিবসের আরো কতগুলি ভালোবাসা দিবসের sms দেওয়া হল আপনারা Happy Valentines Day Bangla sms গুলো শেয়ার করতে পারেন।

 Valentines Day Wishes Bangla

প্রেম করতে লাগেনা তো কোনো বয়স

দুটি মানুষের মনের মিলেই হয়ে যায় এই মিলন।

ভালোবাসা পূর্ণতা পাক প্রতিটি প্রেমিক যুগলের।

এই শুভকামনা জানাই ভালোবাসার বিশেষ দিনে।

Valentines Day Wishes Bangla

ভ্যালেন্টাইনস ডে নয়তো শুধু প্রেমিক যুগলের দিন

এই দিন তো প্রতিটি কাছের মানুষকে ভালোবাসা জানানোর দিন।

ভালোবাসা জানানো যায় মা -বাবাকে ,ভাই -বোনকে ,

কাছের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকেও

ভালোবাসা দিবসে ভালোবাসা বেঁচে থাকুক প্রতিটি মানুষের মধ্যে।

Valentines Day Wishes Bangla

তুমি আমার যান

তুমিই আমার প্রাণ

তুমি আমার মান

তুমি আমার সম্মান।

Valentines Day Wishes Bangla

তুমি আমার বেঁচে থাকার শেষ নিঃশ্বাস

তোমার প্রতি আছে আমার অগাধ বিশ্বাস।

তুমি থেকো চিরটা কাল এভাবেই আমার পাশে,

তোমায় ভালোবেসেই যাবো আমি চিরকাল এভাবেই।

Valentines Day Wishes Bangla

বাইরে যখন বৃষ্টি পড়ে

তোমার কথা তখন মনে পড়ে।

তোমার সঙ্গ পেতে মন চায়

তুই যেমন করে হোক আমার কাছে আয়।

১৪ ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস sms


১৪ ই ফেব্রুয়ারী ভালোবাসার কবিতা গুলি আপনারা সহজেই বন্ধু বান্ধবীদের পাঠিয়ে তাদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে পারেন।

ভালোবাসার রোমান্টিক কবিতা (valobasar romantic kobita)

নয়ন তোমারে পায় না দেখিতে,

রয়েছ নয়নে নয়নে।

হৃদয় তোমারে পেয়ে না জানিতে,

হৃদয় রয়েছ গোপনে।

………রবীন্দ্রনাথ ঠাকুর।

ভালোবাসার রোমান্টিক কবিতা (valobasar romantic kobita)

ক্ষুদ্রকে লইয়াই বৃহৎ,

সীমাকে লইয়াই অসীম,

প্রেমকে লইয়াই মুক্তি।

প্রেমের আলো যখনই পাই তখনই

যেখানে চোখ মেলি সেখানেই দেখি,

সীমার মধ্যে সীমা নাই।

……………রবীন্দ্রনাথ ঠাকুর।

ভালোবাসার রোমান্টিক কবিতা (valobasar romantic kobita)

 

স্বাধীন করিয়া দাও,বেঁধো না আমায়

স্বাধীন হৃদয় খানি দিব তব পায়।

……….রবীন্দ্রনাথ ঠাকুর।

ভালোবাসার রোমান্টিক কবিতা (valobasar romantic kobita)

পৃথিবার সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো ?

নাহ,জীবন থেকে মৃত্যু পর্যন্ত,উত্তরটা সঠিক নয়।

সবচেয়ে বড় দুরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি,

কিন্তু তুমি জানো  না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।

…………………….রবীন্দ্রনাথ ঠাকুর।

ভালোবাসার রোমান্টিক কবিতা (valobasar romantic kobita)

দুই তীরে তার বিরহ ঘটায়ে

সমুদ্র করে দান

অতল প্রেমের অশ্রুজলের গান।

…………..রবীন্দ্রনাথ ঠাকুর।

 

ভালোবাসা দিবসের রোমান্টিক এসএমএস ছন্দ কবিতা 


কতগুলো ভালোবাসা দিবসের এসএমএস ছন্দ কবিতা দেওয়া হল আসা করি আপনাদের ভালো লাগবে,ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই –

ভালোবাসা দিবসের রোমান্টিক এসএম এস ছন্দ কবিতা

সেদিন যখন প্রথম দেখেছিলাম তোকে

মনটা হু হু করে উঠেছিল এক লহমায়

তোর ভ্রু যুগলের মাঝে।

……….সংগৃহিত

ভালোবাসা দিবসের রোমান্টিক এসএম এস ছন্দ কবিতা

বাইরে যখন বৃষ্টি নামে,

তোর কথা বড্ড মনে পড়ে

তখন তোর সঙ্গ খোঁজে এই মন।

বন্ধু তুই যে বড় মোর আপন।

ভালোবাসা দিবসের রোমান্টিক এসএম এস ছন্দ কবিতা

খোলা চুলে যেদিন প্রথম দেখেছিলাম তোকে

তুই ছিলি মিস্টিদের বাড়ির ছাদে।

তোর চাঁদ পানা মুখখানায় পড়ছিল যে আলো আভা ,

মায়া জড়ানো মুখটা বাড়িয়ে তুলছিল আরোও শোভা।

ভালোবাসা দিবসের রোমান্টিক এসএম এস ছন্দ কবিতা

তোমার জন্য সকাল দুপুর,তোমার জন্য সন্ধ্যা

তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা।

…………….হেলাল হাফিজ।

ভালোবাসা দিবসের রোমান্টিক এসএম এস ছন্দ কবিতা

ক্ষমাই যদি করতে না পারো

তবে তাকে ভালোবাসো কেন ?

…………..রবীন্দ্রনাথ ঠাকুর।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button