Pahela Baisakh

পহেলা বৈশাখের শুভেচ্ছা এসএমএস

সম্মানিত পাঠক ভাই বোন বন্ধুগণ আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইটে আজকে আমরা নিয়ে এসেছি পহেলা বৈশাখ উপলক্ষে নতুন একটি পোষ্ট। আজকের এই পোস্টটিতে আমরা আপনাদের মাঝে পহেলা বৈশাখের শুভেচ্ছা এসএমএস গুলো তুলে ধরব। প্রতিবছর পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিটি মানুষ অনলাইনে পয়লা বৈশাখের শুভেচ্ছা এসএমএস গুলো নতুন নতুন ভাবে সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করে থাকে।

তাদের উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইটে আজকে পয়লা বৈশাখ নিয়ে নতুন নতুন শুভেচ্ছা এসএমএসগুলো তুলে ধরা হয়েছে। আপনারা আমাদের আজকের এসএমএস গুলো সংগ্রহ করার মাধ্যমে আপনার পরিচিত প্রতিটি মানুষ ও বন্ধুদেরকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারবেন। এক্ষেত্রে আমাদের আজকের এই পহেলা বৈশাখ নিয়ে শুভেচ্ছা এসএমএস গুলো আপনাদেরকে সহায়তা করবে।

বাঙালির ইতিহাস পর্যালোচনা করলে বেশ কিছু ঐতিহ্যবাহী দিনের পরিচয় পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে প্রতি বছর পালিত পহেলা বৈশাখ। যাকে বাংলা নববর্ষ বলা হয়। এই দিনটি মূলত প্রতিবছর বাংলা নতুন বছরের শুরুর প্রথম দিন। এই দিন উপলক্ষে প্রতিটি বাঙালি পহেলা বৈশাখ অর্থাৎ বৈশাখী মেলার আয়োজন করে থাকে। পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি জাতি দিনটি পান্তা ও ইলিশ খাওয়ার মাধ্যমে সূচনা করে থাকে। বাংলাদেশ সরকারিভাবে রমনা বট বলে পহেলা বৈশাখের বৈশাখী মেলা আয়োজন করা হয়।

পহেলা বৈশাখ উপলক্ষে হাটে ঘাটে বাজারে প্রতিটি স্থানে বাঙালি সংস্কৃতি সকলের মাঝে তুলে ধরার জন্যই দিনটি সুন্দর ও জাকজামকভাবে আয়োজিত হয়। এদিনে বাঙালির সংস্কৃতির সকল দিক সকলের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়। পহেলা বৈশাখের দিনটিকে আকর্ষণীয় করে তোলার জন্য বৈশাখী মেলার আয়োজন করা হয় এই মেলাতে প্রতিটি মানুষ তাদের প্রয়োজনীয় সকল পণ্য দ্রব্য কেনাবেচা করতে পারে এবং বাঙালি সংস্কৃতি চর্চার জন্য পল্লীগীতি বাংলা গীতি ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পয়লা বৈশাখের শুভেচ্ছা এসএমএস

পাঠক বন্ধুরা আমরা আজকে আপনাদের মাঝে বাংলা নববর্ষ উপলক্ষে নিয়ে এসেছি পহেলা বৈশাখের শুভেচ্ছা এসএমএস সম্পর্কিত প্রতিবেদনটি। আপনারা আমাদের আজকের এই প্রতিবেদনটি সংগ্রহ করলে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানানোর বেশ কিছু নতুন নতুন পহেলা বৈশাখের শুভেচ্ছা এসএমএস সংগ্রহ করতে পারবেন। এই এসএমএস গুলো আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারবেন এছাড়াও আমাদের আজকের এই পহেলা বৈশাখের শুভেচ্ছা এসএমএস গুলো আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস কিংবা ক্যাপশন আকারে ব্যবহার করতে পারবেন।

আপনার শেয়ারের মাধ্যমে প্রতিটি মানুষ তার বন্ধুদের মাঝে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানানোর এসএমএস গুলো শেয়ার করতে পারবে। তাই আর দেরি না করে চলুন আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখে নেওয়া যাক। নিচে পহেলা বৈশাখের শুভেচ্ছা এসএমএস গুলো তুলে ধরা হলো:

পানতা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ…
নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো ((শুভ পহেলা বৈশাখ))

নতুন আশা নতুন প্রান______♥
নতুন হাসি নতুন গান_______♥
নতুন সকাল নতুন আলো___♥
নতুন দিন কাটুক ভালো______♥
দুঃখকে ভুলে যাই___________♥
নতুন কে স্বাগত জানাই______♥
________শুভ পহেলা বৈশাখ_________

পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
*শুভ পহেলা বৈশাখ*

ঝরে গেলো আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”

নতুন পোশাক নতুন সাঁজ, নতুন বছর শুরু আজ,
মিষ্টি মন মিষ্টি হাঁসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি ।

চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে,
সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো ।
((( শুভ পহেলা বৈশাখ )))

শুভ নববর্ষ এসএমএস ও ছড়া

মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত………….
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত !!!!!
************শুভ নববর্ষ**************

নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো ।
@@@ শুভ নববর্ষ @@@

নতুন সকাল , নতুন দিন , নতুন করে শুরু ।
যা হয় না যেন শেষ,
নববর্ষের শুভেচ্ছা সাথে,
পাঠালাম তোমায় এই এসএমএস !
*** শুভ নববর্ষ ***

তিনজন লোক তোমার ফোন নাম্বার চেয়েছিলো ।
আমি দিইনি। তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি।
তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে ।
তারা তিনজন হলো- সুখ, শান্তি, সমৃদ্ধি !!!
অগ্রিম শুভ নববর্ষ!!!

নববর্ষের কবিতা

ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন, পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালোবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ ।

আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নবরুপে পহেলা বৈশাখ…
আজ শুধুই ভালবাসার উজানে,
বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে,
রমনীরা আজ সেজেছে নতুন সাজে,
পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে।
নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে,
প্রিয়ার ভালবাসা জমা থাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নতুন সাজে পহেলা বৈশাখ।
শুভ নববর্ষ !!

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button