৯৯+ বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা ছন্দ, বার্তা, পিকচার, ছবি, SMS
বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা
পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিস গুলিরজন্যে কিন্তু টাকা লাগে না ।বিনা মুল্যে পাওয়া যায় যেমন জোছনা,বর্ষার দিনের বৃষ্টি,মানুষের ভালবাসা|
একদম নিখুঁত মানুষখুঁজতে যেও না ,বিধাতা মানুষের ভিতরকিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে;বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না..!!
তোমারি চোখেরি আঙ্গিনায় ,এখনো কি তেমনি করে জোছনা ছড়াই আলো? এখনো কি তারার ফানে ছেয়ে থাকো আন মনে? তুমি কি আমায় আগের মত বাস ভাল??
ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা
মানুষ ভালবাসার পাগল..একটুখানি ভালবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে..
সত্যিকারে ভালবাসা যা, সে অতি অপমান’’আঘাত করলে..হাজার ব্যাথা দিলেওতাকে ভোলা যায় না..!! পৃথিবীটা তোমারি থাক,পারলে একটু নীল দিও।আকাশটা তোমারি থাক,পারলে একটু তারা দিও।মেঘটা তোমারি থাক,শুধু একটু ভিজতে দিও।মনটা তোমারি থাক,পারলে একটু জায়গা দিও ॥
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,যদি কাছে আসতে দাও,যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে
ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা
একটা আকাশ বাতাসের জন্য,একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য, আর আমি শুধু তোমার জন্য।
রাজার আছে অনেক ধন. আমারআছে একটি মন. পাখির আছে ছোট্র বাসা. আমার মনে একটি আশা.তোমায় ভালোবাসা. দুর নিলিমায় রয়েছি তুমার পাসে।খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে। শুনাব না কোন গল্প,গাইব শুধু গান।যে গানে খুজে পাবে ভালবাসার টান।