Lifestyle

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস,উক্তি,ক্যাপশন,ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ছবি ও বাণী

প্রিয় পাঠক বন্ধু আসসালামু আলাইকুম, আশা করছি ভাল আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ইসলামিক বিষয়ে আরো একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছে আজকে। আশা করছি আজকের পোস্টে আপনি উপকৃত হবেন ইসলাম সম্পর্কিত কিছু তথ্য প্রদান করা হবে আপনাদের মাঝে। আশা করছি এক্ষেত্রে আপনি উপকৃত হবেন তাই বিষয়ভিত্তিক আলোচনা এর সাথে থাকার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে।

বহুল জনপ্রিয় প্রয়োজনীয় কিছু তথ্য প্রদান করা হবে আজকের পোষ্টে আশা করছি এ বিষয়ে সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এর কারণ হিসেবে আমরা বলতে পারি উপরোক্ত টাইটেল এর মাধ্যমে আমরা আমাদের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে ইসলামিক ফেসবুক স্ট্যাটাস , এছাড়াও তুলে ধরা হয়েছে উক্তি ক্যাপশন ও বাণী। আশা করছি আপনারা সম্পূর্ণরূপে জানতে পেরেছেন আজকের আলোচনার মাধ্যমে কি বিষয়গুলোর উপর আপনারা জানতে চলেছেন। এক্ষেত্রে আবারও আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে এখান থেকে আপনি জানতে পারবেন ইসলামিক কিছু ফেসবুক স্ট্যাটাস যা খুবই গুরুত্বপূর্ণ।

যে সকল ভাই ও বোন ইসলামী মাইন্ডের ইসলামকে ভালোবাসেন , এমন ব্যক্তিগণ এই ফেসবুকে এ ধরনের ইসলামিক স্ট্যাটাস প্রদান করে থাকেন আমরা তাদের মনোভাবকে সম্মান জানাচ্ছি সেই সাথে এমন ব্যক্তিদের সহযোগিতার লক্ষ্যে অনলাইন থেকে সেরা কিছু ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করেছি যা এখান থেকে জানতে পারবেন আমাদের পাঠক বন্ধুগণ। শুধু তাই নয় ইসলাম সম্পর্কিত উক্তি যেন অনুসন্ধান করেন এমন ব্যক্তিদের সহযোগিতার লক্ষ্যে আমরা নির্বাচিত বাছাইকৃত সেরা কিছু উক্তি নিয়ে উপস্থিত হয়েছি উক্তির মাঝখানে অনেক ধরনের হাদিস প্রদান করা হয় এই সকল হাদিস সহ ইসলাম সম্পর্কিত বিশেষ ব্যক্তিদের মতামত প্রদান করা হবে এর মাঝে।

আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন শুধু এটাই নয় এছাড়াও আপনাদের মাঝে প্রদান করা হবে ইসলামিক ফেসবুক ক্যাপশন। ইসলাম ধর্ম প্রেমী অনেক ভাই ও বোন রয়েছে যারা ধর্মীয় বিষয়ে খুবই সচেতন এমন ব্যক্তিগত নেই শুধুমাত্র অনলাইনে অনুসন্ধান করেন ইসলামিক ক্যাপশন গুলো পাওয়ার জন্য তাই বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সহযোগিতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করার আগ্রহ নিয়ে কাজ করেছি। আমরা আমরা সফল হয়েছি আর তাই তো আজকে এই পোস্টটি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুতরাং বিষয়ভিত্তিক আলোচনা আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে ।

প্রিয় মুসলিম ভাই ও বোন আগ্রহের সাথে যারা অনলাইন থেকে ইসলামিক ফেসবুক স্ট্যাটাস উক্তিও ক্যাপশন অনুসন্ধান করেছেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা দীর্ঘ সময়ে অনুসন্ধানের মাধ্যমে বাছাইকৃত সেরা কিছু তথ্য নিয়ে উপস্থিত হয়েছে আজকে আমরা আশা রাখছি আমাদের প্রদানকৃত তথ্য গুলো আপনাদের ভালো লাগবে ব্যবহার করতে পারবেন ফেসবুকে স্ট্যাটাস ক্যাপশন হিসেবে এছাড়াও উক্তিগুলো রয়েছে জ্ঞান অর্জনের জন্য জানার জন্য এই সকল উক্তি পড়তে পারেন পাশাপাশি আপনার পরিচিত বন্ধুদের মাঝে এ ধরনের উক্তিগুলো প্রদান করতে পারেন। সুতরাং নিচে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করা হচ্ছে আগ্রহের সাথে আমাদের দেওয়া তথ্যগুলো গ্রহণ করুন।

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। ফেসবুক খুললেই আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের স্ট্যাটাস। বিভিন্ন ব্যবহারকারীগণ বিভিন্ন বিষয়ের উপরে স্ট্যাটাস প্রদান করে থাকেন। তবে খুব কম সংখ্যক মানুষ ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ব্যবহার করেন তবে কিছু মুসলিম ভাই ও বোন রয়েছে যারা নিয়মিত ফেসবুকে ইসলামিক স্ট্যাটাস প্রদান করে থাকেন এই ধরনের ব্যক্তিগণ আমাদের ওয়েবসাইটে এসে থাকলে খুবই উপকৃত হবেন এর কারণ ইসলাম সম্পর্কিত বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হয়েছে আজকের পোস্টে। তাই তো আমরা এখানে বাছাইকৃত সেরা ইসলামের উপর ভিত্তি করে তৈরিকৃত স্ট্যাটাসগুলো প্রদান করছি নিজেই স্ট্যাটাস তুলে ধরা হয়েছে আপনারা যারা স্ট্যাটাস অনুসন্ধান করে আমাদের ওয়েবসাইটে এসেছেন তারা স্ট্যাটাস সংগ্রহ করুন :

ইসলাম জিতবেই, তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া।
কিন্তু তুমি জিততে পারবে না, ইসলামকে ছাড়া।

 

রাসূলুল্লাহ (সা) বলেন,
“পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ
সন্তুষ্ট, আর পিতা-মাতার অসন্তুষ্টিতে
আল্লাহ অসন্তুষ্ট।”
– [তিরমিযী, মিশকাত হা/ ৪৭১০]

 

আর তাদের বিরুদ্ধে লড়াই কর যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দীন আল্লাহর জন্য হয়ে যায়। সুতরাং তারা যদি বিরত হয়, তাহলে যালিমরা ছাড়া (কারো উপর) কোন কঠোরতা নেই।

 

প্রতিরাতে শেষ তৃতীয়াংশে ১ম আসমানে এসে আল্লাহ বলেন-কে আমাকে ডাকে ! আমি সাড়া দিব যা চাইবে তাই দিব!”-বুখারি-১১৪৫

 

সুবহানআল্লাহ্ তিনজনের দোয়া নিঃসন্দেহে কবুল হয় ৷ -মজলুমের দোয়া -মুসাফিরের দোয়া -সন্তানের জন্যে মা বাবার দোয়া ৷

 

[ইবেনমাজাহ-৩৮৬২]  “সূরা ইয়াসিন”এর এমন একটি আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়!

 

আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো – দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর।পক্ষ হতে রহমত মনে হবে।

 

তোমারা শুক্রবারকে ভয় করো। কারণ কোনো এক শুক্রবারে কিয়ামত হবে।-হযরত মুহাম্মদ(সাঃ)

 

আপনি যতোই সরল পথে চলুন,তারপরও কিছু মানুষ আপনি এমন পাবেন,যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে।- শায়খ আহমাদ মূসা জিবরিল (হাফিযাহুল্লাহ)

 

যরত মুহাম্মদ (সাঃ) বলেন, কেউ তোমাদের ফুল দিলে তা যেনো প্রত্যাখ্যান না করো, কেননা তা বহনে হালকা ও ঘ্রাণে উত্তম। -মুসলিম (হাদীসঃ৫৬৮৭)

 

যে হৃদয় পুড়ে গেছে পাপের রোদে তাওবার বৃষ্টি সেখানে ফের জাগিয়ে তোলে প্রাণের স্পন্দন। বইঃ আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। -সূরা আরাফ, আয়াতঃ ১৫৬

 

আপনি সালাতের প্রতি উদাসীন। অথচ আপনার মৃত্যু দুই সালাতের মধ্যবর্তী যেকোন সময় হতে পারে।

 

মানুষ হচ্ছে সময়ের সমষ্টি, জীবন থেকে একটা দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া। -ইমাম শাফেয়ী (রাহিঃ)

 

প্রাচুর্যের প্রতিযোগিতা সাময়িক। হারাম পথে ; অবৈধ ভাবে বান্দার হক নষ্ট করে করা বিলাসিতা থেকে প্রাপ্ত সুখ সাময়িক। আর এই সাময়িক সুখের পরিণতি চিরস্থায়ী জাহান্নাম।

ইসলামিক স্টেটাস বাংলা

 

কেউ কারও প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না(আল্লাহু আকবার)[মিশকাত-৫৩০২]

 

সে দিনের সময় সীমা হল ৫০ হাজার বছরের সমান(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা:) [মুসলিম, মিশকাত ১৭৭৩]

 

তবে ঐ দিন মুমিনের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে(আলহামদুলিল্লাহ) [বায়হাকী,মিশকাত ৫৫৬৩]

 

কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে(আল্লাহ্‌)[মিশকাত ৫৩০৩]

 

ইসলাম জিতবেই, তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া।
কিন্তু তুমি জিততে পারবে না, ইসলামকে ছাড়া।

 

তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । ”
— হযরত আলী (রাঃ)

 

যে বিয়েতে খরচ কম এবং সহজ হয়, সে বিয়ে বরকতময় হয় ।”
— মিশকাত ২৬৭

 

একটি মশার ভয়ে যদি আপনি মসারীর ভিতরে ঢুকতে পারেন, তাহলে দোযখের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ।

 

পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন?
বেয়াদবের জিহ্বা!

 

জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর কি?
নিরবতা!

 

ইমান এবং হিংসা- এক সঙ্গে-একই অন্তরে-থাকতে পারে না! (আল হাদীস)

 

আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো – দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর।পক্ষ হতে রহমত মনে হবে।

 

মানুষ হচ্ছে সময়ের সমষ্টি, জীবন থেকে একটা দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া। -ইমাম শাফেয়ী (রাহিঃ)

 

প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে(আস্তাগফিরুল্লা) [বুখারি-৪৭৪১]

 

ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌছাবে(আল্লাহু আকবার) [বুখারি]

 

সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে(সুবহানআল্লাহি ওয়াবি হামদিবি,সুবহান আল্লাহিল আজিম) [বুখারি,মুসলিম]

ইসলামিক উক্তি

 

ইসলামিক উক্তি গুলো অনুসন্ধান করলে ইসলামিক কুরআনের আয়াত ও হাদিস সম্পর্কে জানতে পারি আমরা। এছাড়াও ইসলাম ধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন হয়ে থাকে আমাদের মাঝে। এক্ষেত্রে আপনারা যারা ইসলামিক উক্তি অনুসন্ধান করেছেন তারা আমাদের এই ওয়েবসাইটের মত থেকে আপনাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন আমরা বাছাই করে কিছু ইসলামিক উক্তি প্রদান করছি আমাদের ওয়েবসাইটটিতে সুতরাং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে:

সেদিন সকলে একত্রিত হবে(সুবহানআল্লাহ) [সূরা আন’আম-২২]

 

দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়(লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ)[মিশকাত ৫২৯৮]

 

মানুষ নগ্নপদ, নগ্নদেহ খতনাবিহীন সমবেত হবেন(আলহামদুলিল্লাহ) [বুখারি,মুসলিম]

 

মুমিনদের হিসাব হবে মুখোমুখি(আলহামদুলিল্লাহ) [মিশকাত]

 

ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে(আল্লাহুম্মা আজিরনি মিনান নার) [সূরা ইয়াসিন-৬৫]

 

হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে(আল্লাহু আকবার)[সূরা নুর ২৪]

 

ইসলামিক ছোট স্ট্যাটাস

 

আমরা এখন কথা বলব ইসলামিক ছোট স্ট্যাটাস সম্পর্কে সুতরাং যারা এ ধরনের স্ট্যাটাস করছেন তারা অবশ্যই আমাদের পোস্টেটি শেষ প্রজন্ত দেখবেন । বাছাইকৃত কয়েকটি স্ট্যাটাস আমরা দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে কপি করে থাকবে আবার করতে পারবেন । অনেকেই আছেন এই ধরনের স্ট্যাটাস প্রদানকৃত বিভিন্ন ওয়েবসাইটে ভালো কোন বিষয় খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই স্ট্যাটাস গুলি সুতরাং এই পোস্টটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই এখান থেকে আপনার পছন্দের স্ট্যাটাস বেছে নিতে পারবেন ।

 কিয়ামতের দিন কুরআন তার পাঠকের জন্য সুপারিশ কারী হিসেবে আগমন করবে।

 -মুসলিম ১৯১০

 

জান্নাতের প্রথম দরজা খুলবেন। -হযরত মুহাম্মাদ (সাঃ)

 

হে মুমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

 -সূরা আল-বাকারাঃ ১৫৩

 

পানি বসে খাওয়া সুন্নত । হযরত মুহাম্মদ (সা:)

যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন তাঁরা কল্যাণের উপর থাকবে।

 -সহীহ বুখারী ১৯৫৭

 

বান্দা যেন তার রব ছাড়া আর কারও প্রতি আশা না করে এবং তার পাপ ছাড়া কোন কিছুকেই ভয় না করে।

 -হযরত আলী রাঃ | বইঃ নবীজির পরশে সাফের দরসে

 

মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো…।

দুনিয়াতে মোবাইলের ভার বহন অনেক সহজ হলেও আখিরাতে এর দায়ভার অনেক কঠিন হতে পারে।

 -শাইখ আহমাদউল্লাহ

 

“তবে যদি তারা বিরত হয়, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”

 

মানুষের সফলতা আর ব্যর্থতা সবই নির্ভর করে তাঁর নিয়ত তথা ইচ্ছা শক্তির উপর।

 বইঃ স্বপ্নের চেয়েও বড়

 

ফজরের নামাজ বিহীন । – একটি সকাল কখনোই শুভ হতে পারে না।

 তোমরা সৎকাজে প্রতিযোগিতা মূলক এগিয়ে যাও।

 -সূরা আল-বাকারাঃ ১৪৮

 আমি তো আমার সকল দুঃখ ও অস্থিরতা কেবলমাত্র আল্লাহর কাছেই নিবেদন করছি।

 -সূরা ইউসুফঃ ৮৬

 

অভ্যাসকে জয় করাই পরম বিজয়…!

 অনেক সময় একাকীত্ব ভালো লাগে যদি তা আল্লাহর ইবাদতের জন্য হয়।

 অসহায়ত্ব আল্লাহর কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায় আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায়।

 

৫০+ ইসলামিক স্ট্যাটাস

 

ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে -বিশ্বনবী হযরত মুহাম্মদ(সাঃ)

 

মানুষ হচ্ছে সময়ের সমষ্টি, জীবন থেকে একটা দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া। -ইমাম শাফেয়ী (রাহিঃ)

 

প্রিয় জিনিসটা পা-ও নিই? আল্লাহ বলেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। -সূরা বাকারাঃ ২১৬

 

মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে।  -হযরত আলী (রাঃ)

 

ঐ ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সে ব্যক্তিই নির্বোধ, যে সর্বদাই নিজেকে বড় ভাবে।  -হযরত আলী (রাঃ)

 

জেনে রেখো, আল্লাহর স্বরণেই অন্তর সমূহ প্রশান্তি লাভ করে। -সূরা আর-রা`দ, আয়াতঃ ২৮

 

হে আদম সন্তান! তুমি কয়েকটি দিনের সমষ্টি মাত্র। একটা দিন চলে যাওয়া মানে তোমার কিছু অংশ শেষ হয়ে যাওয়া। -ইমাম হাসান আল-বাসরি, [আয যুহদ, পৃষ্ঠা ২২৫]

 

হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে , যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে । – ইবনুল খাতীব

 

মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন। -হযরত মোহাম্মদ (সাঃ)

 

হে আল্লাহ! আমি না চাইতে আপনি আমাকে ইসলামের নিয়ামত দিয়েছেন। এখন আমি জান্নাত চাচ্ছি আমাকে জান্নাত দান করুন। -ইমাম শাফিঈ (রঃ)

 

রমযাম মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়ত স্বরুপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরুপে। -সূরা আল-বাকারা, আয়াতঃ ১৮৫

 

সৌন্দর্য নামাজে প্রকাশ পায়, নিজেকে সুন্দর করার জন্য কতোই না সময় ব্যায় করি, অথচ নামাজের জন্য সময় হয়না। -মাহফুজ আনাম

 

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ২০২২

 

দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ শুয়ে থাকা সুন্নত! — হযরত মুহাম্মদ (সাঃ)

 

– একজন মুমিন-ই জানে। মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কত ভাগ্যের। জান্নাতের প্রথম দরজা খুলবেন। —হযরত মুহাম্মাদ (সাঃ)

 

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস

 

আল্লাহর উপর ভরসা রাখুন কিন্তু মানবজাতি বা অন্য কোন সৃষ্টির উপর নয়।

 

যারা আল্লাহকে ভালোবাসেন তাদের কাছাকাছি থাকুন এবং আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিন।

 

আমি অনেক জন্য কৃতজ্ঞ হতে আছে. আমি সুস্থ, সুখী এবং আমি ভালোবাসি। আলহামদুলিল্লাহ।

 

যদি আল্লাহ আপনাকে তাকে স্মরণ করার জন্য নির্দেশনা দেন তবে এটি একটি চিহ্ন যে আল্লাহ আপনাকে ভালবাসেন।

 

গীবতকারী জান্নাতে প্রবেশ করবে না।

ইসলাম আমাদের একতা শেখায় তাই ঐক্যবদ্ধ হোন, বিভক্ত হবেন না।

আশা হারাবেন না, দুঃখ করবেন না।

 

পুরুষ ও নারী তাদের কাজের জন্য সমান পুরস্কার রয়েছে। – (কুরআন 3:195)

ভালো মনোভাব সম্পন্ন মানুষের সাথে মিশুন।

 

ইসলামিক সেরা উক্তি

 

নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্যঅপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।
— হযরত সুলাইমান (আঃ)

 

রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ তোমরা (অযাচিত) পার্থিব সম্পদ প্রহন করো না। কেননা, এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।
— তিরমিজি, হাদিস নং ২৩২৮

 

নিশ্চই আল্লাহ তা’আলা সকল ব্যথিত ও চিন্তিত অন্তরকে ভালোবাসেন।
— শু’আবুল ঈমান-৮৬৬

 

যে রব (আল্লাহ্‌) গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন।
— শাইখ আলী জাবের আল ফীকি হাফিযাহুল্লাহ

 

রাসূলুল্লাহ সাঃ বলেছেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না।
— বুখারী, ৫০৯৬

 

যে ব্যক্তি জুমু’আহর দিনে সূরা কাহাফ পাঠ করবে, তাঁর ঈমানের নূর এক জুম’আহ হতে আরেক জুমু’আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।
— সহীহ আত-তারগীব হা/৭৩৬

 

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ছবি

 

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ছবি 1

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ছবি 2

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ছবি 3

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ছবি 4

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ছবি 5

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ছবি 6

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ছবি

ইসলামিক ছবি

ইসলামিক

ইসলামিক স্ট্যাটাস

 

এই পোস্টটি আপনার ভালো লেগে থাকলে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন । এই পোস্ট সংক্রান্ত আপনার কোন মতামত থেকে থাকলে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে মেসেজের মাধ্যমে জানিয়ে দিন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব । আমাদের পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী পোস্টটি দেখার আমন্ত্রণ রইল । আপনি চাইলেই আমাদের এই পোস্টটি শেয়ার এর মাধ্যমে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিতে পারেন । ধন্যবাদ ভালো থাকুন ।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button