Lifestyle

ফেসবুক ফটো ক্যাপশন বাংলা

আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ ফেসবুক ব্যবহারকারীদের কথা মাথায় রেখে আজকের পোস্টটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এই পোষ্টটি শুধুমাত্র ফেসবুক ব্যবহারকারীদের জন্য গ্রহণযোগ্য হবে বলে মনে করছি। সুতরাং আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা আমাদের ওয়েবসাইটের সাথে থেকে সহযোগিতা নিতে পারেন।

ফেসবুক হচ্ছে সোসাল প্লাটফর্ম গুলোর মধ্যে একটি। বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা অনেক। ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ছবি ফটো আপলোড করে থাকেন। এই ফটো গুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাপশন লেখা হয়ে থাকে এ ধরনের ক্যাপশনগুলো অনেকেই নিজে লিখে থাকেন আবার অনেকেই অনলাইন থেকে এই ক্যাপশনগুলো সংগ্রহ।

সুতরাং আপনারা যারা ফেসবুকে ছবি আপলোড করেন এবং এই ছবিগুলোতে সুন্দর সুন্দর ক্যাপশন দেওয়ার জন্য আগ্রহী তারা আমাদের পোস্টের সাথে থেকে সুন্দর সুন্দর কিছু ক্যাপশন সম্পর্কে জানতে পারেন। আপনাদের সহযোগিতার জন্য আমরা এখানে বেশ কিছু ক্যাপশন নিয়ে উপস্থিত হয়েছি।

ফেসবুক ক্যাপশন বলতে কী বোঝায় এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানেনা। ফটো ক্যাপশন অর্থাৎ ফটোর সাথে সাদৃশ্য রেখে কিছু কথা বলা হয়ে থাকে এই কথাগুলোকে মূলত ছবিটির ক্যাপশন বলা হয়ে থাকে। বর্তমান সময়ে ফেসবুক ব্যবহারের সংখ্যা অনেক প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন ধরনের ছবি ফেসবুকে আপলোড করে থাকেন এবং এই ছবিগুলোর জন্য অনলাইনে অনুসন্ধান করেন ক্যাপশন সংগ্রহের জন্য।

এক্ষেত্রে প্রতিদিন অনলাইনে বিপুল সংখ্যক মানুষ এসে থাকেন। এই বিষয়ে সম্পর্কে জানার মাধ্যমে আমরা এই পোস্টটি লিখতে আগ্রহ প্রকাশ করেছে। আশা করছি সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারব।

ফেসবুক ফটো ক্যাপশন বাংলা

ফেসবুকে ছবির সাথে যে কথাগুলো বলা হয় অনেকেই এটিকে ইংরেজিতে লিখে থাকেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করি বাংলা ক্যাপশন। এক্ষেত্রে আমরা এই পোস্টটিতে ফেসবুক ফটো ক্যাপশন গুলো বাংলায় তুলে ধরার চেষ্টা করেছি বিপুলসংখ্যক ক্যাপশন এর মধ্য থেকে বাছাইকৃত সেরা ক্যাপশনগুলো উপস্থাপন করা হবে আপনাদের মাঝে।

অনেকেই রয়েছেন ক্যাপশন নিজে লিখতে আগ্রহী হয়ে থাকেন তবে এক্ষেত্রে লিখতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় কি লিখবে ভেবে পায়না এমন অবস্থায় অনলাইনে আসেন সুন্দর ক্যাপশন পাওয়ার জন্য। তাই তো আমরা অনলাইন অনুসন্ধানের মাধ্যমে সেরা ক্যাপশন গুলো সংগ্রহ করেছি সেই সাথে নতুন নতুন কিছু ফেসবুক ক্যাপশন নিয়ে উপস্থিত হয়েছি এখানে।

সুতরাং গুরুত্বপূর্ণ এই ক্যাপশনগুলো সম্পর্কে জানতে চোখ রাখুন নিচে। এখানে আমরা ভিন্ন ভিন্ন অনেক ক্যাপশন তুলে ধরেছি সেখান থেকে আপনার পছন্দের ক্যাপশনগুলো খুঁজে নেওয়ার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে।

কভার ফটো ক্যাপশন

 

জীবনকে যদি তুমি ভালোবাসো
তাহলে সময়কে অপচয় করোনা,
কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি

এই শহড় আমাকে চিনতে পারে নি
আমি চিনিনি শহড়ের মানুষগুলোকে

আমি প্রয়োজনে সীমাবদ্ধ
কারো প্রিয় হয়ে উঠার সামর্থ আমার নেই

প্রতিটি কষ্টকর অভিজ্ঞতাই
আমাদের জন্য নতুন শিক্ষা

সেরা ফটো ক্যাপশন

 

কিছু অনুভূতি লিখেও প্রকাশ করা যায় না
একাকিত্বের অন্ত্রালে থেকে যায় নীরবতা

মনের কথাগুলো আল্লাহ ছাড়া কেউ শুনেও না বুঝেও না
তাই একা থাকি একা থাকতেই ভালোবাসি

রাতের নিস্তব্ধতা আমাকে একটিই শিক্ষা দেয়
দিনশেষে পরিবারে মানুষ ছাড়া কেউই আপন নয়

ফেসবুক ফটো ক্যাপশন

 

একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না

বলো আমায় কখনো ছেড়ে যাবে না বলা মানুষগুলাই
জীবন থেকে সবার আগে হারিয়ে যায়

তোমার দেওয়া আঘাতে নিশ্চুপ হওয়া ছাড়া আমার আর কিছু করার থাকবে না
কারণ বড্ড বেশি ভালোবাসি তোমায়

মজার ক্যাপশন

 

আমরা আসলে নিজ থেকে কারো দুঃখ বুঝার চেস্টা করি না
উল্টো তার সঙ্গে খারাপ ব্যাবহার করি!
তখনি চেস্টা করি যখন সে ব্যার্থ হয়ে তার কষ্টগুলো প্রকাশ করে

যার অতীত বলতে কিছু নেই
তার ভবিষ্যত বলতেও কিছুই নেই

প্রিথিবীর যোগ্যতম মানুষটিই সুন্দরীর বক্ষে মাথা রেখে ঘুমানোর অধিকার রাখে
বাকিরা খরচের খাতায়

কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম
আর ভূলতে না পারাটা ভালোবাসা

ফেসবুক প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা

 

চাওয়ার অধিকার সবার থাকে
কিন্তু পাওয়ার অধিকার সবার থাকে না

মানুষের কাছে যতই ভালো সাজো না ক্যানো
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনকে প্রশ্ন করো
তুমি কতটুকু ভালো! উত্তর খুজে পাবে

অ্যাটিটিউড ক্যাপশন

 

গভীরে গিয়ে শুধু শুধু কষত পেয়ে লাভ নেই
হ্যাঁ, আমাকে আমার আম্মু ছাড়া কেউই ভালোবাশে না

আমরা প্রথমে আমাদের অভ্যাসগুলোকে তৈরি করি
এবং তারপর অভ্যাসগুলো আমাদের তৈরি করে

হার মেনে নেয়ার নাম জীবন না
লড়াই করে বেচে থাকার নাম’ই জীবন

সত্য মিথ্যা মিশ্রণেই তৈরি হয় মিথ্যা বিশ্বাস
সম্পর্ক কিংবা অভিনয় এর ভালোবাশা

প্রেমের চেয়ে বেশি পোড়ায় অপ্রেম আর অভিনয়

৫০০+ ফেসবুক ক্যাপশন [ Facebook Caption Bangla ]

 

 চলো না প্রিয় ভেঙ্গে দেই সব আড়ি
আজ আছি কাল নাও থাকতে পারি

যেখানে তোমার মূল্য নেই
সেখানে তোমার অধিকার নেই

জিন্দা থাকলেই নিন্দা থাকবেই
কেননা মৃত্যুর পর প্রশংশা শত্রুও করে

ছেরে দিলেই যদি ছাড়া পাওয়া যেতো তবে
উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুজে পেতো

নেই কোন যোগাযো, নেই কোন অভিযোগ
তবুও চাই তার কোন ক্ষতি না হোক

বন্ধুদের সাথে দেখা হলে জীবনের সব পেরা ভূলে যাই
যতক্ষন তাদের সাথে থাকি হাসতে হাসতে সময় পার হয়ে যায়

ক্যাপশন সমগ্র

 

  •  কোন একদিন যদি হাতে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে যায় তোমার পাশে’ তবে কি ভালোবাসি বলবে? নাকি পাগল বলে তাড়িয়ে দেবে’

 

  • ভালোবাসা মাপার যদি কোন মাপকাঠি থাকতো’ তাহলে বাবা মায়ের পরে তোমারই স্থানটা যে কতটা জোরালো ভাবে আছে সেটা তুমি বুঝতে পারতে’

 

  • সত্য প্রেমে রাগারাগি বেশি হয়’ কারণ তারা একজন আরেকজনকে ভীষণভাবে পাশে পেতে চায়! আর মিথ্যা প্রেমে হয় তার বিপরীত”

 

  • আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারি না বলে বাসি।
    –শীর্ষেন্দু মুখোপাধ্যায়

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button