প্রপোজ করার স্ট্যাটাস ও প্রপোজ নিয়ে কিছু কথা
প্রপোজ করার স্ট্যাটাস ও এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে প্রদান করার লক্ষ্য নিয়ে দীর্ঘ সময় কাজ করেছি আমরা আমরা আমাদের প্রতিটি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে কাজ করে থাকে এক্ষেত্রে আজকের আলোচনা থেকে আপনি জানতে পারবেন প্রপোজ করার স্ট্যাটাস । অর্থাৎ স্ট্যাটাসের মাধ্যমে আপনার মনের কথা অন্য কাউকে প্রকাশ করতে পারেন অনেকেই এ ধরনের স্ট্যাটাস অনুসন্ধান করেন অনলাইনে। তবে এমন তথ্য অনলাইন থেকে খুঁজে পাওয়া কিছুটা কষ্টকর এ ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের মাঝে প্রদান করব কিছু প্রপোজ করার স্ট্যাটাস যেগুলো সত্যিই খুবই সুন্দর আপনি চাইলে এই স্ট্যাটাস গুলো ব্যবহার করে প্রবেশ করতে পারেন।
এছাড়াও এ বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে প্রকাশ করার আগ্রহ রয়েছে আমাদের। আশা করছি আমাদের সাথে থাকলে এই কথাগুলো সম্পর্কে জানতে পারবেন । বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য এমন কিছু কথা সম্পর্কে জানতে আগ্রহী হয়েছেন অনেক তরুণ-তরুণী। এর কারণ আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রপোজ প্রপোজ কথাটির সাথে তরুণ-তরুণী সরাসরিভাবে সম্পর্কিত এ বিষয়গুলো সম্পর্কে আমরা সকলেই জানি ।
বর্তমান সময়ের মানুষ তাদের মনের কথা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে থাকেন এক এক ব্যক্তির প্রকাশ করার মাধ্যম একেক ধরনের হয়ে থাকে এ ক্ষেত্রে অনেকেই স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করার জন্য করেন তাই আমরা আমাদের আলোচনার মাধ্যমে এমনই কিছু তথ্য তুলে ধরব যার মাধ্যমে আপনি আপনার মনের কথা আপনার পছন্দের মানুষটির মধ্যে তুলে ধরতে পারবেন জানাতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আপনার মনের কথাগুলো।
তবে যেহেতু এর মাধ্যমে আপনি আপনার মনের মানুষটিকে আপনার মনের কথাগুলো চায়নাতে আগ্রহী তাই অবশ্যই স্ট্যাটাসগুলো বিশেষ হতে হবে সুন্দর কথার মাধ্যমে সাজানো হতে হবে আর এ কারণেই আমরা এই স্ট্যাটাস গুলোর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছি ।
প্রপোজ করার স্ট্যাটাস
প্রপোজ করার স্ট্যাটাস বলতে আমরা কি বুঝি না কি ? যে স্ট্যাটাস গুলোর মাধ্যমে আপনি আপনার মনের কথাগুলো আপনার পছন্দের মানুষটির মাঝে তুলে ধরবেন বা ধরতে পারবেন সে গুলোকে মূলত প্রপোজ করার স্ট্যাটাস বলা হয়ে থাকে। তবে এই কাজটি খুব কম সংখ্যক মানুষ করেন যেহেতু এটি স্ট্যাটাস তবে আপনি চাইলে এসএমএস হিসেবেও ব্যবহার করতে পারেন এ ক্ষেত্রে শুধুমাত্র আপনার পছন্দের মানুষটির মাঝে তুলে ধরা সম্ভব ।
এদিকে আমরা সঠিক বলে মনে করছি নিচে প্রপোজ করার কিছু স্ট্যাটাস তুলে ধরা থাকছে তবে এই সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার মত করে । এবং আপনার জন্য উপযুক্ত স্ট্যাটাসটি নির্বাচন করুন এক্ষেত্রে স্ট্যাটাসটি আপনি এসএমএস হিসেবে ব্যবহার করবেন নাকি স্ট্যাটাস রূপে আপলোড করবেন এই সিদ্ধান্ত নিতান্তই আপনার। সুতরাং চিন্তাভাবনা করে আপনার সিদ্ধান্তের উপর অটল থাকুন। নিচে প্রপোজ করার স্ট্যাটাস গুলো তুলে ধরা থাকল।
প্রপোজ করার স্ট্যাটাস
এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই!
একটু ভালোবাসা দিবি?
যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ ।
থাকবে না, না পাওয়ার
যন্ত্রনা
থাকবে না মায়া কাঁন্না।
থাকবে শুধু সীমাহীন অনুভূতি
যেই অনুভূতি কে সাথি করে
কাটিয়ে দিবো সারাটা জীবন
প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না
যা হয় তা হল ভাল লাগা।
আর সেই ভাল লাগা নিয়ে ভাবতে থাকলে
সৃষ্টি হয় ভালবাসার।
যদি ভালবাসাকে মৌচাক ধরি,
তাহলে বিশ্বাস হল মৌমাছি।
কেননা উভয়ের বিশ্বাসের মাধ্যমেই
ভালবাসার অমৃত মধু পাওয়া যায়।
যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন,
তৃতীয় মহাযুদ্ধ বাধে,
যদি কমে যায় কভু আলো আকাশের ঐ চাদে,
তবুও তুমি আমার, শুধু আমার।
এতো কষ্ট পেয়েও,তোমাকে ভুল বুঝিনি।
এতো দূরে রয়েও,তোমাকে ভুলে যায়নি।
নির্ঘুম রাত জেগেও,স্বপ্ন নিয়ে বেঁচে আছি
কেনো জানো ? তোমায় খুব ভালোবাসি তাই ।
টিপ দিলেই বলিস তুই টিপ হয়েছে বাঁকা,
ঠিক করার অজুহাতে আমায় ছুঁয়ে থাকা।
জ্বর এসেছে শুনলে জানি কপাল ছুঁয়ে দিবি,
ভালোবাসি বলতে গাধা আর কত সময় নিবি?
যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন
একটা করে তোমাকে দিয়ে বলি আমি
তোমাকে ভালবাসি ,সব গোলাপ শেষ
হয়ে যাবে.তবুও আমার ভালবাসা শেষ
হবে না.হয়তো আজও আমার ভালবাসার
গভীরতা বুঝতে পারো নি .
আমি প্রেম কি জানিনা,
আমি প্রেম কি বুঝিনা,
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে!
কে জানে হায় কোন আগুনে,
মরিব আমি এই ফাগুনে
মন নেই ভালো, জানিনা কি হলো,
পাসে নেই তুমি, কি করি আমি,
পাখী যদি হতাম আমি এই জীবনে,
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে,
তুমি কি যাবে আমর সাথে
প্রপোজ করার এস এম এস । রোমান্টিক প্রপোজ মেসেজ
রাখব তোমায় আপন করে মনের এই গভীরে। বাসবো ভালো তোমায় ছোট্ট এই নীড়ে। থাকবো পাশে তোমার স্বয়নে স্বপনে। ভালোবাসা দেবো তোমার গভীর অন্তরে।
দিনের আলো রাতে থাকে কালো। আকাশ নীল চাঁদ সাদা। মনের গভীরে শুধু তুমি বাধা। বলোনা একবার তোমার মনে নেই কেউ আমি ছাড়া।
মনের এই গভীর বনে, আছো তুমি একাকার হয়ে। ছেড়ে চলে গেলে জ্বলবে আগুন সেই গভীর অরণ্যে।
মনের মাঝে বসন্ত আসে তোমাকে দেখিলে। কানে আসে যখন তোমার কথা। মুখে আসেনা তখন মোর কোন কথা।
লাভ ইউ মাই ডিয়ার, কবুল করবে আমাকে। সারা জীবন রাখতে চাই পাশে শুধুই তোমাকে।