১৪ ফেব্রুয়ারি নিয়ে ফেইসবুক স্ট্যাটাস – Facebook status on February 14
খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।
হ্যাপি ভালোবাসা দিবস
জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি,
জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি ।…
হ্যাপি ভালোবাসা দিবস
চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো,
আমিও ঠিক তেমনি করে একজনকে ভালোবাসি ।
তোমার ভালোবাসা যেমন করে কেউ বুঝে না
ঠিক তেমনই করে সে আমার ভালোবাসা বুঝে না ।
হ্যাপি ভালোবাসা দিবস
আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি,
তারপরও আমি তোমাকেই ভালবাসি..!!
হ্যাপি ভালোবাসা দিবস
রাজার আছে অনেক ধন ।
আমার আছে একটি মন ।
পাখির আছে ছোট্র বাসা .
আমার মনে একটি আশা তোমায় ভালোবাসা ।
হ্যাপি ভালোবাসা দিবস
ভালবাসার যেমন কোনও দিন হয়না।
ভালবাসায় কোনও লিঙ্গবৈষম্য-ও হয়না।
ভালবাসা সবার, ভালবাসা সমান
সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি,
মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি।
দু’হাত বাড়ালাম আমি তোমার তরে,
তুমি কী নিবে আমায় ভালবেসে আপন করে ?
হ্যাপি ভালোবাসা দিবস
মন নেই ভালো, জানিনা কি হলো।
পাসে নেই তুমি, কি করি আমি।
পাখী যদি হতাম আমি এই জীবনে
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে।
তুমি কি যাবে আমার সাথে?
হ্যাপি ভালোবাসা দিবস
যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।
হ্যাপি ভালোবাসা দিবস
আমি প্রেম কি জানিনা আমি প্রেম কি বুঝিনা
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে
কে জানে হায় কোন আগুনে মরিব আমি এই ফাগুনে|
হ্যাপি ভালোবাসা দিবস
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।
হ্যাপি ভালোবাসা দিবস
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার?
আমি বলব চোখের পাতা নড়ে যতবার।
যদি বলো তোমায় ভালবাসি কত?
আমি বলব আকাশে তারা আছে যত|
হ্যাপি ভালোবাসা দিবস
জীবন হল বাঁচার জন্য।
মন হল দেবার জন্য।
ভালোবাসা হল সারা জীবন পাশে থাকার জন্য।
বন্ধুত্ব হলো জীবন কে সুন্দর করার জন্য।
হ্যাপি ভালোবাসা দিবস
আজকে তুমি রাগ করছো দু:খ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি একদিন তো যাবো মরে
বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোমাকে
হ্যাপি ভালোবাসা দিবস