Quote

দালাল নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি ছন্দ কবিতা

দালাল এই কথাটি শোনার জন্য একটু অন্যরকমই লাগে আমাদের সমাজে তাইতো দালাল নিয়ে এসব আনাগোনা সবসময় এর জন্য সার্চ ইঞ্জিনের থাকে তাইতো আপনাদের জন্য আজকে এই পোস্টটি করা হয়েছে । যারা দালাল নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ইত্যাদি করছেন তারা অবশ্যই আমাদের এই পোস্টটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনার প্রয়োজন এখান থেকেই মিটিয়ে যাবে ।

সোশ্যাল মিডিয়া সবসময়ের জন্য একটি কথা যেন সবসময় থেকেই যায় সেটি হলো দালাল এই কথার প্রেক্ষিতে আমরা আজকে দারা নিয়ে যে সকল তথ্যগুলি দেয়া যায় আমরা দেয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন এরকম যে সকল তথ্য দিয়ে আপনাদের এবং আমাদের পোস্টটি সম্পন্ন করা যায় তা সম্পূর্ণ করার চেষ্টাই করবো ।

দালাল নিয়ে স্ট্যাটাস

প্রিয় পিয়াস আজকের উদ্দেশ্য হল দালাল নিয়ে স্ট্যাটাস এবং তাদের কিছু সমাজের চলার পথে কিছু কথা যেগুলো ভাইরাল ক্লিপ্স সেগুলো লিখিতভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অনেকে আছেন এ ধরনের কথাগুলি অথবা দালাল নিয়ে স্ট্যাটাস গুলি আপনারা লক্ষ্য করে সোশ্যাল মিডিয়া দিতে চান । তাইতো সবার কথা চিন্তা করে আজকে এই পোস্টটি আমরা সাজিয়েছি আশা করি এখন দালালের ক্যাটাগরিটিও সম্পূর্ণভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারব ।

খারাপ ছেলেদেরও ভালবাসা প্রয়োজন।

খারাপ সময়েও বসে থাকার কোনো অর্থ নেই। চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন। দেয়াল ভেঙ্গে দরজা গড়ুন

দালাল নিয়ে উক্তি

আমাদের সমাজে বসবাস করে অনেক মানুষ একেক জন একেক পেশায় নিয়োজিত তার মধ্যে একটি পেশা হচ্ছে দালাল অথবা দালালি । তাইতো এই দালাল নিয়ে কথা সমাজের সব সময় প্রচলন থাকে । এবং প্রত্যেকটি মানুষের ভালো-মন্দ প্রত্যেকটি পেশা ভালো মন্দ থাকে তার মধ্যে কিছু মানুষ আছে যারা মন্দ মানুষ এবং কিছু ভালো মানুষ এদের নিয়ে কিছু কথা সোশ্যাল মিডিয়ায় মানুষ দিতে চায় কিন্তু দালাল এতটা আনকমন হয়ে গেছে যে তাদের নিয়ে কিছু কথা সার্চ ইঞ্জিনের সার্চ করলেও পাওয়া যায় না । তাইতো সবার কথা চিন্তা করে আজকে আমাদের এই পোস্টটি করা আশা করি আপনারা দালাল নিয়ে উক্তিগুলি এখান থেকেই পেয়ে যাবেন ।

মন ভালো নাই” কথাটা যে মানুষকে বলা যায়, সেই মানুষের কারণে কখনো মন খারাপ হলে; মানুষ নিঃসঙ্গ হয়ে উঠে!

এরকম বন্ধু থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করুন। যে সব সময় আপনার ক্ষতি করার চেষ্টায় থাকে

আমার কোন খারাপ বিবেক নেই।

দালাল নিয়ে ক্যাপশন

আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্যাপশন দিয়ে থাকি কিন্তু আজকের এই ক্যাপশনটি হচ্ছে একদম বিভিন্ন রকম কারণ আজকে আমরা কি যে ক্যাপশনটি দিতে চাচ্ছি সেটি হলো দালাল নিয়ে ক্যাপশন । দালাল কথাটি বললেই মানুষ একটু নেগেটিভ ভাবে নেয় তা জানি না কেন কিন্তু দালাল সম্পর্কে আমরা বিস্তারিত খোলামেলা আলোচনা একদমই করতে চাইনা কিন্তু দালাল নিয়ে ক্যাপশন আপনাদের মাঝে তুলে ধরতে চাই আশা করি আজকের এই ক্যাপশন গুলি আপনাদের ভালো লাগবে ।

কখনও কখনও ভাল মুহূর্তগুলি খারাপের চেয়ে অনেক বেশি ক্ষতি করে।”

পৃথিবীতে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয় মানুষটার কাছে সে সব সময় দুর্বল।

দালাল নিয়ে ছন্দ

বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না ।

যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারে না।

দালাল নিয়ে কবিতা

“দালাল”

দালালের দালালি ঘোষ আর দুর্নীতি
এক সুঁতোয় গাঁথা রয়,
যে যত দালালি জানে তার হয় ততই জয়,
এ পৃথিবী যেন দালাল আর দালালীময়।

দালাল অাঁটে ফন্দি কথার জালে করে বন্দি
অসৎ পথে টাকা আসে নাই কোন শ্রম,
কুচিন্তা মনে পোঁষে অসুস্হ্য মানসে
এ পৃথিবী যেন দালালদের অভয়াশ্রম,

অফিস পাড়ায় ফেলতে পা
মনে জাগে শঙ্কা,
কোর্টেও দালালের উৎপাত
কোথাও নেই যেন রক্ষা।

অসৎ জনের কাছে সবই সমান
অালো-অাঁধার আর সত্য-মিথ্যা,
দালালের পৃথিবীতে অসহায় সততা,
দালালারা নরকের কীট, শয়তানের প্রেতাত্মা।

কথায় দালালি রক্তে দালালি
দালালি অস্থিমজ্জায়,
দালালের ভীড়ে বসবাস করে
প্রাণ করে হায় হায়!

অফিসের অফিসার উৎকুচে দৃষ্টি তার
তাই সে পোঁষে দালাল,
স্রষ্টা প্রেম, দেশ প্রেম, কিছুই নাই তার
তাই সে খোঁজে না হারাম হালাল।

ফাইল নড়েনা ফোয়েল ছাড়া
পিয়নও কয় না কথা,
দালালীতে নির্বাসনে গেল
মানুষের মানবতা।

টার্মিনাল আর হাসপাতাল
দালালীতে টালমাটাল,
সব কাজেই সামনে থাকে দালাল
কোথাও যেন রেহাই নেই, হায়রে কপাল!

বিয়ে-শাদী জন্ম-মৃত্যু সকল কাজে
ছড়িয়ে অাছে দালাল আর দালালি যত,
সংক্রামক ব্যাধির মতো সমাজকে করছে ক্ষত,
যা দেখে সুস্থ্য বিবেক হয় অাহত।

দালালে দালান গড়ে রাতারাতি
অঢেল সম্পদ গড়ে অসৎ পথে,
সৎ লোক মরে ক্ষুধায় জ্বালায়
অসুখে মরে বিনা ঔষধে।

ঘোষ-দুুর্ণীতি আর অসৎ দালালমুক্ত পৃথিবী
শান্তিকামী মানুষের প্রাণের দাবী,
ঘৃণা, লোভ, হিংসা, সন্ত্রাস দুর হলেই তবে,
সুখি -সুন্দর সমৃদ্ধশালী শান্তিময় পৃথিবী হবে।

সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের যে টপিক ছিল তা হল দালাল আর এই দালাল নিয়ে অনেক কথাই সমাজে প্রচলন থাকে তারই ধারাবাহিকতায় আজকের এই পোস্টটি সাজানো হয়েছিল । আশা করি আমাদের পোস্টটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং মনোযোগ সহকারে পড়েছেন । আমাদের পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে তা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার সুযোগ করে দিবেন ।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button