Pohela Falgun

পহেলা ফাল্গুন: পহেলা ফাল্গুন ২০২৩ কবে? (১ ফাল্গুন ১৪২৮) বাংলা ও ইংরেজি তারিখ/পহেলা ফাল্গুনের ইতিহাস

আপনারা সবাই জানেন যে ফাগুন বাংলা সনের একদশক মাস । আপনারা সকলেই জানেন যে এই মাসে বসন্ত আগামীর বার্তা দিয়ে থাকে । শীত প্রায় শেষের দিকে এবং গাছে গাছে পলাশ ও আমের মনের আগামীর প্রকৃতি বলছে । হাজার ১৯৭১ সালের কয়েকটি ঐতিহাসিক দিনের সঙ্গে সুমন সব রেখে তৈরি করা হয়েছে বরাবরের মত এই বাংলা বর্ষপঞ্জি ।

পহেলা ফাল্গুন ২০২৩ ইংরেজি কত তারিখ এবং পহেলা ফাল্গুন ২০২৩ তারিখ

পহেলা ফাল্গুন ২০২৩ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে অনুষ্ঠিত হবে।

তাই আপনারা যারা দিনটিকে ভালোভাবে পালন করতে চান এবং তারা এখন থেকে সব কিছু গুছিয়ে নিন।

আরেকটি কথা বসন্তের প্রথম দিন অর্থাৎ আমি বলতে চাচ্ছি পহেলা ফাল্গুন ছিল ১৩ ই ফেব্রুয়ারি কিন্তু বাংলা বর্ষপঞ্জি সংশোধনের পর এটি একদিন পিছিয়ে ভালোবাসা দিবস সহ এটি একসঙ্গে উদযাপন হবে এবার । এবার বাংলা একাডেমী তথ্য অনুসারে বৈশাখ থেকে আশ্বন পর্যন্ত প্রথম ছয় মাস ৩১ দিন এটি কিন্তু সংশোধিত এই বর্ষপঞ্জিতে দেওয়া ।

পহেলা ফাল্গুনের ইতিহাস

আপনি কি পহেলা ফাল্গুনের ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন । আমরা এখন কথা বলব পহেলা ফাল্গুন এর ইতিহাস সম্পর্কে তাই যারা যারা জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের পোস্টটি শেষ হলো দেখতে থাকুন । আপনারা জানতে পারবেন পহেলা বৈশাখে ইতিহাস সহ সকল তথ্য গুলি এই পোস্টের মাধ্যমে সুতরাং দেখার অনুরোধ রইলো । বাংলার এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই ফাল্গুন মাসের প্রথম তারিখে পহেলা ফাল্গুন পালন হয়ে আসছে । তবে জানা যায় যে হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথা গুলিতে এ উৎসবের উল্লেখ পাওয়া যায় ।

তাই এক কথায় বলা যায় যে হিন্দুদের বৈষ্ণব রা এই উৎসবটি অত্যন্ত জমজমাট হবে এবং আনন্দের সাথে প্রতি বছর পালন করে থাকে । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সময়কাল থেকেই এই উৎসব অর্থাৎ বসন্ত উৎসব পালন রীতি চলে আসছে । বাংলাদেশে প্রথম বসন্ত উৎসব উদযাপন রীতি বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে চালু হয় । এরপর থেকেই জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব ফাল্গুন মাসের পয়লা তারিখে নিয়মিত আয়োজন করে থাকে এবং পালন করে ।

বাংলাদেশের প্রথম কবে বসন্ত উৎসব চালু হয়?

আপনাদের মধ্যে অনেকেই আছেন বাংলাদেশের প্রথম বসন্ত উৎসব চালু হয় কবে থেকে এই বিষয়টি জানেন না । তাই আপনাদের সুবিধার্থে এই পোষ্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছি অবশ্যই সম্পর্ক পোস্টটি দেখার অনুরোধ রইলো । আশা করি সম্পুর্ন পোস্ট টি দেখবেন ।
বাংলাদেশের প্রথম বসন্ত উৎসব উদযাপন করার রীতি বঙ্গাব্দ 1401 সাল থেকে চালু হয় ।

ফাল্গুন মাসের ক্যালেন্ডার ২০২৩ – বাংলা ক্যালেন্ডার ফাগুন মাস ১৪২৮

ফাল্গুন মাসের ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার ফাগুন মাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হল তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ।ফাল্গুন মাসের ক্যালেন্ডার 2023 এর সাথে ইংরেজি মাসের ক্যালেন্ডার 2023 মিল হবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে । ফেব্রুয়ারি এবং মার্চ মাস মিলে ফাল্গুন মাস ক্যালেন্ডার ১৪২৮ সম্পন্ন হবে । আর ফাল্গুন মাসের ক্যালেন্ডার ২০২৩ শুরু হবে 14 ই ফেব্রুয়ারি । ফাল্গুন মাসের ক্যালেন্ডার ১৪২৮ শেষ হবে 14 ই মার্চ । আশা করি বুঝতে সক্ষম হয়েছেন ।

পহেলা ফাল্গুন ২০২৩ কবে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই এই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তো উৎসব পালনের রীতি চলে আসছে ।  বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে বাংলাদেশে প্রথম ‘বসন্ত উৎসব উদযাপন করার রীতি চালু হয়।

মানুষ এই দিনটিতে ফুল দিয়ে নানান কিছু আয়োজন করে থাকে এবং বিশেষভাবে বেশিরভাগ মেয়ে মাথায় ফুলের বেনি পড়ে থাকে। তাই আজকের পোস্ট থেকে জেনে নিন পহেলা ফাল্গুন  ২০২২ সালে কত তারিখ এবং বাকি সব তথ্য নিয়ে ।

২০২৩ সালের পহেলা ফাল্গুন কত তারিখ?

পহেলা ফাল্গুন ২০২৩ ইংরেজি কত তারিখ বা এ বছর পহেলা ফাল্গুন কত তারিখে অনুষ্ঠিত হবে। পহেলা ফাল্গুন ২০২৩ ফেব্রুয়ারি মাসের 14 তারিখে অনুষ্ঠিত হবে।

পহেলা ফাল্গুন এসএমএস , বসন্তের কবিতা , ফাগুন শুভেচ্ছা , বসন্তের  এসএমএস সহ স্ট্যাটাস ২০২৩

সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি
সামনে যকে দেখেছে সেজন কি তুমি?
বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা
খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা

আসমান জমিন মিশে গেছে বসন্তেরই পরশে
সবার হৃদয় ছুয়ে গেছে অকাল প্রেমের আবেশে
ভালোবাসার জোয়ার ওঠে বসন্তের কূলে,
সেই জোয়ারে যুব-যুবতীর প্রাণ ওঠে দুলে।

সেই নতুন কাউকে পেয়েছে বলে,

মুক্তি চেয়েছে, তাই আমিইও মুক্তি দিলাম

তাকে, আর আমি নিজেকে কষ্টের

বন্ধনে বন্দি করে নিলাম, জানিনা নতুন সেই

তাকে কতটুকু ভালবাসবে, তবে সেই একদিন

আমার ভালোবাসার অভাব অনুভব করবে এবং

আমায় খুঁজবে আর সেদিন আমি থাকবোনা,

হারিয়ে যাবো চিরতরে

প্রেম ফাগুনের হাওয়া যখন লাগে আমার গায়
উদাস হয়ে যায়রে বন্ধু, মন যে তোমার নায়।
তোমায় ভালবাসতে চায়রে বন্ধু কাছে পেতে চায় ।
তোমার পায়ের ধূলো পরে যখন আমার আঙ্গিনায়
ধন্য আমার ভালবাসা ফুল ফোঁটা মন বাগিচায়,
আমার বাকি জীবন চায়রে বন্ধু তোমার থাকতে চায়।

শেষ কথা

আমি আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা উপকৃত হবেন  এবং এখান থেকে অনেক ধরনের তথ্য পেয়েছেন । এ ধরনের আরো নিত্য নতুন পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন । ধন্যবাদ ভালো থাকুন।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button