Happy New Year
হ্যাপি নিউ ইয়ার কবিতা ২০২৪ | হ্যাপি নিউ ইয়ার কবিতা ২০২৪ – Happy New Year Bangla Kobita
Happy New Year Bangla Kobita
নতুন বছরের কবিতা
নভেম্বর বা ডিসেম্বর মাস মানে প্রত্যেক মানুষের
জীবনে হৃদয় ছোঁয়া অনুভূতির মাস। বছরের শুরুতে আমরা অনেক আনন্দ করলেও শেষের
দিকে দুঃখ গুলো গ্রাম বাংলা পুকুরে ভেসে ওটা খাবারের আশায় মাছের মতো।
মনে পড়ে যায় সব হারানো মানুষ, পুরনো
স্মৃতি,প্রেম ভালোবাসা,দুঃখ কষ্ট আবার কারো
কারো জীবনে আনন্দের মুহূর্ত গুলো।
মনে হয় একটা বছরের যুদ্ধ শেষ। আবার একটা
নতুন অধ্যায় শুরু। কতো মানুষ আমাদের জীবনে
আসে আবার হারিয়ে যায়, আবার কতো মানুষ
থেকেও যায়।
এই মাসের শেষের দিকে কেউ হতাশা নিয়ে, কেউ
আনন্দ সাথে, কেউ বেকারত্ব বোঝা নিয়ে আবার
কেউ বুঁকের মধ্যে ডুবে যাওয়া সন্ধ্যার সূর্যের মতো
অন্ধকার নিয়ে হাসি মুখে জানায়- “হ্যাপি নিউ
ইয়ার “।
তবে এই বছরের ডিসেম্বরটা সৃষ্টি কর্তার ইচ্ছেতে
একটু বেশি স্পেশাল।পাঁচটি জুম্মার আমাদের জন্য রয়েছে। আমরা যদি সৃষ্টি কর্তা কে খুশি করতে পারি?তাহলে হয়তো আমাদের জীবনে
আর কারো প্রয়োজন হবে না।তিনি আমাদের সব
প্রয়োজন আমাদের সামনে হাজির করে দেবেন।
আসুন আমরা সকলে শুত্রুতা ভুলে, হিংসা ভুলে
বন্ধুত্বের হাত বাড়াই। একে ওপরকে সাহায্য করি।
মনের সমস্ত খারাপ চিন্তা পাপ মোচন করি।
Happy New Year Bengali Poem 2024
শুভ হোক নববর্ষ
নতুন বছরের প্রভাত শুরু
হ্যাপি নিউ ইয়ার,
দিনশুরু মেঘ ডাকে গুরুগুরু
শুভ হোক নতুন বছর |
পুরোনো বেদনা যাক সব ঘুচে
নববর্ষের মঙ্গল কামনায়,
পাগল হাওয়ায় যাক সব মুছে
হ্যাপি হোক নিউ ইয়ার |
মহামারি ছোঁয়াছুঁয়ি নিপাত যাক
আনন্দে ভরে উঠুক ধরা,
সমাজের জরা ব্যাধি দুর হোক
ভরে উঠুক আনন্দধারা |
প্রার্থনা করি ঈশ্বরের পদতলে
মঙ্গলগান মানব কল্যানে,
প্রকৃতি ভরে উঠুক ফুলে ফলে
সুদিন আসুক সবার জীবনে |
নতুন বছরের কবিতা ২০২৩
হ্যাপি নিউ ইয়ার
কাল মহারাজ আসবেন,
দূষিত গঙ্গা হয়ে উঠবে পতিত পাবন,
চলবে দেশ বন্দনার রেল।
হাওড়া স্টেশান তাই আজ
বেলুড়মঠের থেকেও পরিস্কার।
রাজার পেয়াদাদের আজ তীক্ষ্ণ নজর,
কোথাও যেন উদ্বাস্তু ভিকারীর
ছায়াও না পরে এক মিলিমিটার!
স্ট্র্যান্ড রোডে আজ জ্যাম নেই,
উর্দিতে আজ দাগ নেই,
বাঁহাত আজ শুধু নখ খাবে,
বাকি যেটুকু লজ্জার,
আজ ঢাকা রঙীন কাপড়ে।
কিন্তু রাজা উলঙ্গ, আর কলকাতার ডিসেম্বরে
যিশু আসবেনা তা আবার হয় নাকি!
তাই একটু আগেই পেয়াদাদের
লাঠি বুট জুতোর তোয়াক্কা না করে,
ছটার কাটোয় থেকে নেমেই
এক পুচকি হড় হড়িয়ে
বমি করল দর্পণসম স্টেশানের মেঝেতে।
হয়তো প্রতীকী, বা অফিসফেরত
খালি পেটের অম্বলালাপ,
কিন্তু মন বলছে এরকমটা
কালকেও হলে মন্দ হয়না,
দুঃখেষ্বনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগতস্পৃহঃ
রাজামশাই এর অপ্রস্তুত ভ্রূর রীল হোকভাইরাল!
আর ভাইটি সেল কম্বল ছেড়ে উঠে
নতুন বছরের পুণ্যপ্রাতে
শাক দিয়ে পনীর ঢাকতে
ফের দোহাই দিক সিয়াচেন এর!
বৃহত্তম জনগণতন্ত্রে এভাবেই
পেরিয়ে যাক আরও একটা হ্যাপি নিউ ইয়ার!
হ্যাপি নিউ ইয়ার এর ছড়া
হ্যাপি নিউ ইয়ার
হিম কুয়াশার চাদর জড়িয়ে
নিউ ইয়ার দিচ্ছে উঁকি,
নতুন ঝাঁপি আনবে সাজিয়ে
আর মাত্র কটাদিন বাকি |
নানান রঙের মল্লিকা ডালিয়া
হলুদগাঁদায় মাঠ ভরেছে,
নববর্ষের নব আনন্দে মরমিয়া
ধরায় শুভ শঙ্খ বেজেছে |
বর্ষ বরণে শ্রীরামকৃষ্ণ স্মরণে
দুহাজার তেইশ আগমনে,
শোক তাপ জরা ব্যাধি অবসানে
গুরুনাম ভজো শয়নে মননে |
নিউ ইয়ার কবিতা 2023
বর্ষবরণ-2023 বিদায় ২০২৩
বরণের ডালা নিয়ে এল শুভ নববর্ষ।
ওহে চির নতুন
কি দিয়ে বরণ করি
হৃদয়ের বনের পাখি
নিখিল ককিল ডাকে,
সুধারসধারে দিলাম
প্রাণের অঞ্জলি ভরি।
শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা
আগাম রইলো সবার তরে।
সম্ভাবনা এক নতুন প্রত্যাশা নিয়ে আসুক।
2023 নতুন বছর মানে,
নতুন আশা, নতুন প্রত্যাশা।
নতুন বছর, নতুন প্রভাত,
নতুন সূর্য্য, হয়না মলিন।
নতুন কখনো হয়না পুরাতন।
ধরিত্রী তার অঙ্গনাতে,
নেচে উঠে নতুন সজিবতায়।
প্রকৃতির মাঝে কসুম শষ্য শ্যামল
নবরূপে প্রাণোচ্ছাসে জীবের মধ্যে
নবজাতক জন্ম দেয় জীবকোষে।
নতুন আলো দেখে নতুনদের আহ্বানে।
হে নতুন দেখা দাও বারে বারে
জন্মেরও শুভক্ষণে।
আমাদের সব দুঃখের মাঝে,
জগতের আনন্দযজ্ঞে
নতুনের করি নিমন্রন।
2019 আগমন মরণ ব্যাধি করোনা ভাইরাস
2023 শে চাই চিরতরে বিদায়
চাইনা আর এই হাহাকার।
নতুন বছরে নতুন চাকরি হোক,
বেকার সমস্যা মিটুক।
দিন দুখীদের দুর হোক সব হাহাকার।
অসুভ শক্তি হোক সব বিনশ।
নববর্ষের নব উৎসব, নব মিলনের
নব চেতনায়
ভরে উঠুক হৃদয়ের নতুন বানী।
হ্যাপি নিউ ইয়ার।