Customer Care

বিকাশ কাস্টমার কেয়ার নম্বর যোগাযোগ ও ঠিকানা জানতে ক্লিক করুন ।

আশাকরি আপনারা সবাই অনেক ভালো আছেন। যারা বিকাশ কাস্টমার কেয়ারের নাম্বার টি জানেন না কিংবা ইন্টারনেটে সার্চ করছেন তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ।  কেননা আজকের পোস্টের  মাধ্যমে আমরা জানবো বিকাশ কাস্টমার কেয়ার এর নাম্বার কি এবং বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা সহ আরও বিস্তারিত সকল  তথ্য।  বিকাশ হচ্ছে একটি ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা যার মাধ্যমে আমরা একে অপরের কাছে খুব সহজেই টাকা লেনদেন করতে পারে এছাড়া জরুরী মুহূর্তে আমাদের মোবাইল রিচার্জ করতে পারি এবং যেকোনো ধরনের বিল যেমন গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল সহ বিভিন্ন রকম বিল পেমেন্ট সহ সকল কাজ খুব সহজেই এবং চিন্তামুক্ত ও কোনপ্রকার কস্ট ছারাই করতে পারি।  তাই আজকের পোস্টটি বিকাশ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ।

বিকাশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যাবহিত একটি মোবাইল ব্যাংকিং কার্যক্রম। যা অনেকদিন থেকেই আমাদেরকে এই রকম ভালো ও গুরত্বপূর্ণ সেবা দিয়ে আসছে।গ্রাম থেকে শহর পর্যন্ত সকল প্রকার টাকা লেনদেনের জন্য বিকাশ মোবাইল ব্যাংকিং কার্যক্রম সবচেয়ে বেশি ব্যাবহার করে থাকে।এছারা বিকাশের সিকিউরিটি সবচেয়ে হার্ড থাকায় টাকা খোওয়ানোর কোন খারাপ ঝুঁকি থাকে না।নিচে বিকাশ সম্পর্কে সকল ধরনের বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

Contents hide

বিকাশ কাস্টমার কেয়ার এর হেডঅফিসের ঠিকানা

অনেক বিকাশ ব্যবহারকারী আছেন যারা বিকাশের হেড অফিস কোথায় তা জানেন না এবং তারা ইন্টারনেটে এ নিয়ে সার্চ করে জানতে  চান। আবার অনেকে আছেন যে সরাসরি বিকাশের হেড অফিসে ভিজিট করে তার সমস্যা ঠিক করে নিতে চান। তাদের জন্য আমরা বিকাশের হেড অফিসের অ্যাড্রেস সহ মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস সংগ্রহ করেছি এবং পোস্ট এনিয়ে আলোচনা করেছি। নিচের অংশ থেকে আপনি বিকাশ হেড অফিসের তথ্য গুলো জেনে নিয়ে আপনাদের সমস্যার সমাধান নিতে পারেন।তাদের হেডঅফিসের ঠিকানা হলোঃ

কর্পোরেট ঠিকানা: স্বাধীনতা টাওয়ার, ১ বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা -১২০৬ এবং আপনারা তাদের এই নম্বরে ফ্যাক্স করতে পারেন তাদের ফ্যাক্স নম্বর হলোঃ ০০৮৮-০২-৯৮৯৪৯১৬

বিকাশ কাস্টমার কেয়ার নম্বর

অনেক বিকাশ ব্যবহারকারী রয়েছেন যারা ইন্টারনেটে বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার কত তা জানতে চেয়ে সার্চ করে থাকেন এবং  অনেক সময় আমরা সঠিক বিকাশ কাস্টমার কেয়ারে নাম্বারটি খুঁজে পাইনা যা আমাদেরকে খুবই হতাশ করে থাকে।  এছাড়া আমরা যখন বিকাশ একাউন্ট ব্যবহার করি তখন মাঝে মাঝে কিছু সমস্যার সম্মুখীন হই যেমন পাসওয়ার্ড ভুলে যেতে পারি যার ফলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে এছাড়া বিভিন্ন রকম সমস্যা হতে পারে। ।এক্ষেত্রে আমরা বিকাশ কাস্টমার কেয়ারের নাম্বারে কল করে সমস্যাগুলো সহজেই সমাধান করে নিতে পারি।  দয়া করে নিচের অংশ থেকে বিকাশ কাস্টমার কেয়ারের নাম্বার এবং আরও যাবতীয় যোগাযোগের মাধ্যমগুলো জেনে আপনিও আপনার সেবা গ্রহন করুন।

বিকাশ হেল্পলাইন নাম্বার ১৬২৪৭ এবং ০২-৫৫৬৬৩০০১

ইমেইল : support@bkash.com

লাইভ চ্যাট : https://livechat.bkash.com/

ফেসবুক ফ্যান পেজ: https://www.facebook.com/bkashlimited .

বিকাশ কাস্টমার কেয়ার এর সকল ব্যাঞ্চের ঠিকানা

বিকাশ কাস্টমার কেয়ার মহাখালী

এসকেএস টাওয়ার, নীচ তলা, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬

বিকাশ কাস্টমার কেয়ার বাংলামোটর

নাসির ট্রেড সেন্টার, দ্বিতীয় তলা, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক, ঢাকা-১২০৫।

বিকাশ কাস্টমার কেয়ারযাত্রাবাড়ী

রোহামা কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ৩১৪/এ/৬, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

বিকাশ কাস্টমার কেয়ার গাজীপুর

বাতেন ভবন, দ্বিতীয় তলা, ৪৯৪ বশির সড়ক, জয়দেবপুর, গাজীপুর

বিকাশ কাস্টমার কেয়ার টাঙ্গাইল

বাছেদ খান টাওয়ার, দ্বিতীয় তলা, হোল্ডিং নং ০১১৭-০০, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল

বিকাশ কাস্টমার কেয়ার ময়মনসিংহ

রিভার এজ, দ্বিতীয় তলা, ১০/এ, বিশ্বেশরী দেবী রোড, ময়মনসিংহ (বুড়া পীরের মাজার এর বিপরীতে)

বিকাশ কাস্টমার কেয়ার আগ্রাবাদ চট্টগ্রাম

আগ্রাবাদ সেন্টার, ২৪৭০/এ, চৌমুহনী, নিচ তলা, শেখ মুজিব রোড, চট্টগ্রাম

বিকাশ কাস্টমার কেয়ার মুরাদপুর চট্টগ্রাম

ইসলাম টাওয়ার, নীচতলা, ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম

বিকাশ কাস্টমার কেয়ার সিলেট

জে আর টাওয়ার, দ্বিতীয় তলা, ২৩ আবাস, জেল রোড, সিলেট- ৩১০০

বিকাশ কাস্টমার কেয়ার খুলনা

ইসরাক প্লাজা, দ্বিতীয় তলা, প্লটঃ ৪৩-৪৪, মজিদ সরণী, শিব বাড়ী মোড়, খুলনা

বিকাশ কাস্টমার কেয়ার বরিশাল

রহমত মঞ্জিল কমপ্লেক্স, দ্বিতীয় তলা, গোরাচাঁদ দাস রোড, বটতলা, বরিশাল

বিকাশ কাস্টমার কেয়ার রংপুর

এ জেড টাওয়ার, দ্বিতীয় তলা, ৩৪-৩৫ ষ্টেশন রোড, রংপুর সদর, রংপুর

বিকাশ কাস্টমার কেয়ার বগুড়া গ্রাহক সেবা কেন্দ্র

৩২৪ ঝাউতলা, বড়গোলা, কাজী নজরুল ইসলাম রোড, বগুড়া সদর, বগুড়া

বিকাশ কাস্টমার কেয়ার রাজশাহী

৬১ চাঁদ সন্স শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, নিউ মার্কেট, বোয়ালিয়া, রাজশাহী

বিকাশ কাস্টমার কেয়ার যশোর

হাসান ম্যানশন, দ্বিতীয় তলা, এম এম আলি রোড, মাইক পট্টি, যশোর

বিকাশ কাস্টমার কেয়ার কুমিল্লা

রয় কমপ্লেক্স, নীচ তলা, ১১৫/২ নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা

বিকাশ কাস্টমার কেয়ার ফরিদপুর

হোল্ডিং নং: ৪৬/খ, দ্বিতীয় তলা, থানা রোড, ঝিলটুলি, ফরিদপুর

পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই মনোযোগ দিয়ে এই পোস্ট টি পড়েছেন।আরোকোন তথ্য জানতে চাইলে নিচেড কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে।

InformerBD.Com

InformerBD.Com Deals with all kinds of topics. Variety of Educational, Agriculture, Technology, Entertainment, Quiz Results, Bizarre Results. We help with all kinds of information. Contact us to get the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button