সকল সিমের ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
প্রিয় গ্রাহক আপনারা জানেন যে আমরা আপনাদের জন্যে নিত্য নতুন আকর্ষণীয় কিছু না কিছু নিয়ে আসি । তো বরাবরের মতো আজকেও আমরা কথা বলব কিভাবে সিমের ব্যালেন্স ট্রান্সফার করা যায় এবং তার নিয়ম । সুতরাং আর দেরি না করে আমরা চলে যাব মূল বিষয় । অনেক গ্রাহক আছেন যাদের হঠাৎ করে ব্যালেন্স শেষ হয়ে যায় তাৎক্ষণিকভাবে কোনো ফ্লেক্সিলোডের দোকান পাওয়া যায় না। কিন্তু আপনার টাকা রিচার্জ করার খুবই জরুরী সেক্ষেত্রে আপনি কি করবেন । এসব বিষয় সমাধান আজকে দিয়ে দেবো এ পোস্টের মাধ্যমে । তাই আপনারা আমার পুরো পোস্টটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং জেনে নিন সবকিছু ।
বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফা ।
যে সকল বাংলালিংক প্রিপেইড গ্রাহকরা আছেন তারা অন্যান্য প্রিপেড গ্রাহকদের কাছ থেকে খুব সহজেই ব্যালেন্স ট্রানস্ফার করতে পারবেন ।
নতুন সিম অন্য সিম চালু করার এক মাস পর থেকেই প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য আপনাকে ডায়াল করতে হবে *১০০০# =>ব্যালেন্স ট্রান্সফার =>জেনারেট পিন =>নিউ পিন =>(এরপর পপ-আপ মেসেজ আসবে) ‘you have successful send your pin’ এই মেসেজটি আসলেই ব্যাস আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে । এবং আরেকটি কথা অনেক গুরুত্বপূর্ণ। সেটি হল, আপনি যে নিউ পিন নাম্বারটি ব্যবহার করেছেন সেটি সংরক্ষণ করে রাখুন । কারণ ব্যালেন্স ট্রান্সফার করতে হলে অবশ্যই পিন নাম্বারটি লাগবে ।
ব্যালেন্স কিভাবে ট্রান্সফার করবেন ?
ব্যালেন্স ট্রান্সফার করতে হলে প্রথমে ডায়াল করুন *1000# চেঞ্জ পিন => বর্তমান পিন => নতুন পিন লিখুন।
একটি কথা মনে রাখবেন একদিনে সর্বোচ্চ 500 টাকা ট্রান্সফার করা যাবে এবং একমাসে সর্বোচ্চ 1000 টাকা ট্রান্সফার করা যাবে। এজন্য আপনার ব্যালেন্স থেকে কোন ধরনের ভ্যাট কাটা হবে না ফ্রীতেই ট্রানস্ফার করতে পারবেন ।
বাংলালিংক এমবি পেতে ক্লিক করুন ।
রবি ব্যালেন্স ট্রান্সফার ।
রবি ব্যালেন্স ট্রান্সফার করতে হলে ব্যবহার করতে পারেন মাই রবি অ্যাপ (my Robi app) অ্যাপ টি ওপেন করে সাইডবার থেকে ব্যালেন্স ট্রান্সফার ওপেন (balance transfer option) টিতে ক্লিক করে ব্যালেন্স ট্রান্সফার করুন অথবা ডায়েল করুন *123*4#
স্কিটো ব্যালেন্স ট্রান্সফা ।
স্কিটো সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে হলে স্কিটো অ্যাপ skitto app এ প্রবেশ করুন । এবং মেনু সাইডবার থেকে ব্যালেন্স ট্রান্সফার অপশন থেকে খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ।
এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার ।
এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে মাই এয়ারটেল অ্যাপ টি ওপেন করুন সাইডবার মেনু থেকে ব্যালেন্স ট্রান্সফারের অপশনটি দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন । অথবা চাইলে ডায়াল করতে পারেন *1212#
এয়ারটেল মিনিট পেতে ক্লিক করুন ।
গ্রামিণফোন ব্যালেন্স ট্রান্সফার ।
প্রতিবার সর্বোচ্চ 50 থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে ।
রেজিস্ট্রেশন করার জন্য যা করতে হবে ।
ডায়াল করতে হবে *121*1500# এরপরে 1 প্রেস করতে হবে ।
ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করবেন?
ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ডায়াল করুন *121*1500# এবং 2 প্রেস করে ইনস্ট্রাকশন ফলো করুন।
পিন পরিবর্তন করতে যা করতে হবে ।
ডায়াল করুন *121*1500# এবং 3 প্রেস করে ইনস্ট্রাকশন ফলো করুন।
এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । এধরনের আরো নিত্য নতুন পোস্ট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটটিতে ধন্যবাদ ।